নাসার রকেটে চড়ে মহাকাশে পর্যটনে যাচ্ছেন এখন অনেকেই। নাসার বিজ্ঞানীরা আশা করছেন ২০২০ সালের মধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণ, চাঁদে ঘুরতে যাওয়া আকর্ষণীয় পর্যটন ট্যুর হিসেবে বিবেচিত হবে। আর তাই যদি হয় তাহলে আরেকটু এগিয়ে ভবিষ্যতে কি হবে তা ভাবতে সমস্যা কি? ২০৫০ সালে এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে অভিযান চালাবে, ঘুরতে যাবে-বাস্তব ভেবে নেওয়া যায় কি বলেন। গেম সফটওয়্যার প্রস্তুতকারী লেগো প্রস্তুত করেছে এমন একটি গেম যাতে আপনি এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে অভিযান চালাতে পারবেন। আর অভিযান চালানোর জন্য সাথে পাবেন আপনার প্রিয় হলিউড অ্যাডভেঞ্চার হিরো ইন্ডিয়ানা জোনস্’কে। তাহলে একবার ভাবুন গ্যালাক্সি অভিযান আর অভিযানের হিরো ইন্ডিয়ানা জোনস। গেম প্যাকটির প্রস্তুতকারক কোম্পানি লেগো, আর তাই গেমটির নাম লেগো ইন্ডিয়ানা জোনস : দ্য কমপ্লিট ট্রিলজি। আর গ্যালাক্সিতে অভিয়ান চললেও দৃশ্যপটে মিল পাওয়া যায় ইন্ডিয়ানা জোনস এর প্রথম তিনটি মুভির ছায়া। তাই অভিযান চালাতে গিয়ে নিজেকে ইন্ডিয়ানা জোনস বলেই মনে হবে। যদিও ইন্ডিয়ানা জোনস হয়ে খেলতে খেলতে মুভি নস্টালজিয়ায় আপনি আক্রান্ত হবেন তারপরেও অবাক হয়ে লক্ষ্য করবেন মুভি অনেক এডভেঞ্চার অভিজ্ঞতা গেমসের ইন্ডিয়ানা জোনস কাজে না লাগিয়ে পাশ কাটিয়ে যাচ্ছে। আর অনেক পাজল বা ধাঁধাঁ পাবেন যা সমাধান করতে গিয়ে নিজেই ধাঁধাঁয় আটকে যেতে পারেন।

এর আগে লেগোর স্টার ওয়্যারস গেমটির সাথে যারা পরিচিত তাদের কাছে গেমটির মেইন থিম পরিচিত মনে হবে। গেমটি মূলত পাজল সলভিং গেম, সাথে রয়েছে কিছু হালকা শত্রুর মোকাবেলা আর যুদ্ধ এবং কিছু প্লাটফর্মিং ইলিমেন্টস। যদিও স্টার ওয়্যারস গেমের চেয়ে এ গেমে পাজলগুলো আরো বেশি জটিল ও মজার কিন্তু একশন আর এডভেঞ্চার এ গেমের প্রধান উপাদান হিসেবে আনার চেষ্টা করা হয়েছে। আসলে এ্যাডভেঞ্চারগুলো মজার আর প্রতি লেভেলেই নতুন একটি কৌশল বা ট্রিক নিয়ে আসা হয়েছে। আর প্রতি লেভেলে নতুন ট্রিকের ব্যবহার থাকায় গেমটি খেলতে গিয়ে একঘেয়েমি আসে না বরং গেমটিতে সকল মনোযোগ কেন্দ্রীভূত হয়ে চুম্বকের মত মনিটরের সামনে মাউসসহ আটকে রাখে। গেমটিতে অনেক ফানি ইভেন্টও রয়েছে। আমাদের হিরো ইন্ডিয়ানা জোনস জলন্ত আগ্নেয়গিরির তপ্ত লাভার উপর দিয়ে লাফিয়ে যেতে ভয় পায় না অথচ ইন্ডির সামনে ছোট একটি সাপ ছেড়ে দিলেই সে যে একটা ভীতুর ডিম তা বুঝতে পারবেন।

আর পাজল গেম হিসেবে বিবেচনা করলেও লেগো ইন্ডিয়ানা জোনসকে ভাল বলা যায়, পাজলগুলো হাস্যরসাত্মক উপস্থাপনা গেমটিকে প্রাণবন্ত করেছে। গেমটিতে কিছু নির্বাক মুভি ক্লিপ রয়েছে যা দেখে আপনার অনুমান হতে পারে এ মুভি ক্লিপগুলো হয়ত সত্যিকারের ইন্ডিয়ানা জোনস ছবির পরিচারক স্টিভেন স্পিলবার্গেরই তৈরি।

গেমটির সমালোচনা করতে গেলে বলতে হয় এর কন্ট্রোলগুলো পিসিতে কিছুটা কষ্টসাধ্য। প্রত্যেক পর্বের বসগুলোর সাথে অনেক সোলজার থাকে যার ফলে বসকে হারানো বেশ কষ্টের কাজ হয়ে যায়। এছাড়া ইন্ডির জাম্প বা লাফ দেওয়ার অপশনটি দুর্বোধ্য। একেকবার একেক রকম দূরত্বে সে লাফাতে পারে। আর কিছু কিছু পাজল এত দুর্বোধ্য যে সমাধান প্রায় করাই যায় না হেল্প ছাড়া বা চিটকোড ছাড়া।

আর গেমটির প্রসংশা করতে গেলে এটি আপনাকে নির্মল আনন্দ দেবে। এডভেঞ্চার রয়েছে, এক ঘেয়েমি নেই, গ্রাফিক্স ভাল, সাউন্ডও ভাল আর গেমটির থিম অবশ্যই ভাল। লেগোর স্টার ওয়্যারস যারা যারা খেলেছেন তারা এই গেমটিতে উন্নতি বেশ ভালভাবেই লক্ষ্য করতে পারবেন।