জনপ্রিয় ডিজিটাল ই-বুক রিডার বাজারজাতকারক প্রতিষ্ঠান অ্যামাজনের কিন্ডেল ই-বুক রিডার-এর সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে বিশ্বখ্যত ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। সম্প্রতি সনি বাজারে ছেড়েছে পিআরএস-৭০০ ই-বুক রিডার। এই ই-বুক রিডারটির বৈশিষ্ট্য হচ্ছে এতে টাচস্ক্রীন ডিসপ্লে সংযুক্ত থাকায় ব্যবহারকারীরা সত্যিকার ডিজিটাল বই পড়ার মজা উপভোগ করতে সক্ষম হবে। সুদৃশ্য এই সনি’র পিআরএস-৭০০ ই-বুক রিডারের আকার প্রচলিত ই-বুক রিডারের তুলনায় পাতলা এবং এতে সংযুক্ত করা হয়েছে মসৃণ কাভার। এই ই-বুক রিডারের ওজন মাত্র ১০ আউন্স এবং এর মূল্য মাত্র ৪০০ ইউএস ডলার। সনি’র নতুন এই ই-বুক রিডার আগামী মাস হতেই বাজারে পাওয়া যাবে বলে জানান সনি’র ডিজিটাল রিডিং বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট স্টিভ হাবার। সনির নতুন এই ই-বুক রিডার-এর বৈশিষ্ট্য হচ্ছে এতে নতুন প্রযুক্তি সম্বলিত আইকপিং ডিজাইন সংযোজন করার মাধ্যমে ব্যবহারকারীরা সত্যিকারের ডিজিটালি বই পড়ার আনন্দ উপভোগ করতে পারবে। সেই সাথে সনির পিআরএস-৭০০ মডেলের এই ই-বুক রিডারে ৬ ইঞ্চি সম্বলিত ডিসপ্লে সুবিধা থাকায় এবং এটি টাচস্ক্রীন সংযুক্ত বিধায় ব্যবহারকারীরা ই-বুক রিডার-এর পাতা উল্টাতে সক্ষম হবে শুধুমাত্র আঙ্গুলের এক স্পর্শেই। একই সাথে টাচস্ক্রীন সুবিধার মাধ্যমে ডকুমেন্ট সার্চিং থেকে শুরু করে ব্যবহারকারীরা ভার্চুয়াল কী-বোর্ড প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দনীয় যেকোন ধরনের নোট লিখতে সক্ষম হবে। একই সাথে সনি’র নতুন এই ই-বুক রিডার পিআরএস-৭০০-এ রয়েছে ৫ ধরনের প্রিসেট টেক্সট সাইজ। ফলে ব্যবহারকারীরা তাদের চোখের সাথে মানানসহ যেকোন ধরনের সাইজ বেছে নিতে সক্ষম হবে। একই সাথে এতে বিল্টইন এলইডি সংযুক্ত থাকায় স্বল্প আলোতেও ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে এটি ব্যবহার করতে সক্ষম হবে।