এশিয়াতে দ্রুত গতিতে মোবাইল ফোনের ব্যবহার সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে স্বল্প খরচে মোবাইল রোমিং সুবিধা প্রদানের দাবী দীর্ঘদিন ধরেই উত্থাপিত হয়ে আসছে। ব্যবসায়িক এবং ভ্রমণজনিত কারণে প্রতিদিন অসংখ্য ব্যক্তি নিজ দেশ হতে দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে। ফলে প্রয়োজন দেখা দেয় মোবাইল রোমিং সুবিধার। কিন্তু এক দেশ হতে অপর দেশে মোবাইল ব্যবহারে রোমিং খরচ বেশি থাকায় এতে সমস্যায় পড়তে হয় অনেক ব্যক্তির। বিষয়টির প্রতি দৃষ্টি প্রদানের মাধ্যমে এসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) কর্তৃক আগামী বছরের মধ্যেই মোবাইলের রোমিং খরচ বর্তমানের তুলনায় অর্ধেকে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি এই তথ্য প্রদান করে মালয়েশিয়ার এনার্জি, ওয়াটার এন্ড কমিউনিকেশন মন্ত্রী শাজিমান আবু মনসুর জানান, ‘আমরা চেষ্টা অব্যাহত রাখছি দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশের মধ্যকার রোমিং চার্জ কমিয়ে আনার। এরই ধারাবাহিকতায় প্রথমেই আমাদের লক্ষ্য থাকবে সিঙ্গাপুরের সাথে রোমিং চার্জ কমিয়ে আনার। কেননা, প্রতিদিন কয়েক হাজার মালয়েশিয়ান ব্যক্তি সিঙ্গাপুর ভ্রমণ করে কিন্তু মাত্র কয়েক কিলোমিটার দূরে হলেও তাদের রোমিংয়ের আওতায় অত্যাধিক রোমিং চার্জ প্রদান করতে হয়।’ উল্লেখ্য মালয়েশিয়ার বৃহত্তম মোবাইল অপারেটর ম্যাক্সিস তাদের ব্যবহারকারীদের সিঙ্গাপুরে মোবাইল রোমিংয়ের ক্ষেত্রে ১.৫০ রিঙ্গিত (০.৪৩) ইউ এস ডলার চার্জ করে থাকে। যেখানে দেশের অভ্যন্তরে মাত্র ৩০ সেন্টে প্রতি মিনিটে কথা বলা যায়। ফলে আসিয়ানভূক্ত বিভিন্ন দেশে মোবাইল রোমিং চার্জ কমিয়ে আনার লক্ষ্যে কাজ করতে একমত পোষণ করেছে আসিয়ান। আগামী বছরের মধ্যেই তাদের পরিকল্পনা অনুযায়ী মোবাইলের রোমিং চার্জ সম্মিলিতভাবে কমিয়ে আনা সম্ভব হলে তা দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশের জনগণের মোবাইল ফোন ব্যবহারের সহজলভ্যতা বর্তমানের তুলনায় বৃদ্ধি করতে সক্ষম হবে।