সারাবিশ্বে প্রতিদিন যে সংখ্যায় ইমেইল আদান-প্রদান করা হয় তার ৯০ শতাংশই স্প্যাম হিসেবে চিহ্নিত করেছে সিসকোর প্রধান নিরাপত্তা গবেষক প্যাটরিক পিটারসন। প্রতি বছরই নিত্যনতুন কৌশল অবলম্বনের মাধ্যমে হ্যাকিং-এ নিযুক্ত ব্যক্তিরা ইন্টারনেট এবং নেটওয়র্কের নিরাপত্তা বিঘ্নিত করার মাধ্যমে ইমেইল আকারে স্প্যাম প্রেরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় প্রতিদিন প্রায় ২০০ বিলিয়ন স্প্যাম বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে ইমেইল আকারে যা সারাবিশ্বে প্রতিদিন প্রেরণকৃত ইমেইলের প্রায় ৯০ শতাংশ বলে তিনি মনে করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায় ১৭.২ শতাংশ মেসেজ স্প্যামের মাধ্যমে সারাবিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের নিকট পৌছে যায় এবং তুরস্কে ৯.২ শতাংশ এবং রাশিয়াতে ৮ শতাংশ। মূলত ইন্টারনেটের মাধ্যমে কারো নেটওয়ার্কের নিরপত্তা বিঘ্নিত করার মাধ্যমে ব্যক্তিগত ইমেইল এড্রেস সমূহের আইডি’তে স্প্যাম সমূহ ইমেইল আকারে প্রেরণ করা হয়ে থাকে। ফলে সারাবিশ্বের অগণিত ব্যক্তিরা প্রতিদিনই স্প্যাম আকারে ইমেইল গ্রহণ করে থাকে। মূলত ব্যবসায়িক কার্য সম্পাদনের উদ্দেশ্যে অসংখ্য ব্যক্তির নিকট তথ্য প্রদানের লক্ষ্যে স্প্যাম প্রদান করা হয়ে থাকে এবং অনেকাংশেই লোভনীয় অফারের মাধ্যমে স্প্যাম অভ্যন্তরে ভাইরাস প্রদান করা হয়।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক