বর্তমানের তুলনায় ২০১২ সালের মধ্যে ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হবে বলে আশা করছে ভারত সরকার। উল্লেখ্য, বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মোবাইল মার্কেট হিসেবে বিবেচনা করা হয়ে থাকে ভারতকে। বর্তমানে ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩২৫ মিলিয়ন। শুধুমাত্র গত অক্টোবর মাসেই মোবাইলের নতুন গ্রাহক বৃদ্ধি পেয়েছে ১০.০৭ মিলিয়ন বলে টেলিকম অথোরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে। মূলত দ্রুত বর্ধনশীল ভারতের বাজারে অর্থনৈতিক গতি সঞ্চারের পাশাপাশি ভারতে ব্যবসা পরিচালনাকারী মোবাইল অপারেটররা তাদের সেবাসমূহ পূর্বের তুলনায় স্বল্পমূল্যে প্রদানের কারণে ভারতে দ্রুতহারে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। মোবাইল ব্যবহারকারী অন্যতম বৃহত দেশ হিসেবে ভারত বর্তমানে শুধুমাত্র চীন হতে পিছিয়ে রয়েছে। বর্তমানে চীনে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬০০ মিলিয়ন।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক