পাতলা এবং স্বল্প ওজনের এলসিডি মনিটর এবং টিভি তৈরির প্রতিযোগিতা অনেকদিন ধরেই চলছে। সম্প্রতি এই প্রতিযোগিতায় শামিল হয়েছে জাপানের সনি। সম্প্রতি জাপানের টোকিওতে সনির হেড কোয়ার্টারে প্রদর্শন করা হয় ৪০ ইঞ্চির বিশ্বের সবচেয়ে পাতলা এলসিডি টিভির। সনি ব্রাভিয়ার জেডএক্স১ মডেলের এই ৪০ ইঞ্চি এলসিডি টিভিটি বিশ্বের সবচেয়ে পাতলা এবং ওজনে কম। আগামী মাসেই এটি বাজারে পাওয়া যাবে বলে সনি ঘোষণা দিয়েছে।