হাতে বা শরীরের বিভিন্ন স্থানে ট্যাটু আঁকা অনেকদিন আগে থেকেই পশ্চিমা দুনিয়ায় ফ্যাশন হিসেবে বিবেচিত। আমাদের দেশেও এখন ট্যাটু সংস্কৃতি ঢুকে গেছে। ট্যাটু সংস্কৃতি আধুনিক কালে তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় হলেও অনেক আগেই উল্কি আঁকার রেওয়াজ প্রাচীন সমাজে ছিল। ট্যাটু আঁকার জন্য অনেক ধরনের মেশিন প্রচলিত আছে; যেগুলোর সবই ম্যানুয়েল মেশিন। ম্যানুয়েল এসব মেশিনে একজন ট্যাটু আর্টিস্টকে খুব কষ্ট করে ট্যাটু আঁকতে হয়। অনেক সময় ট্যাটুর ডিজাইনও নষ্ট হয়ে যেতে পারে। নিখুঁতভাবে ট্যাটু আকার জন্য চলে এসেছে রোবট। অস্ট্রিয়ান ইলেকট্রিশিয়ান নিকি পাসাথ (২৫), তৈরি করেছেন বিশ্বের প্রথম অটোমেটিক ট্যাটু মেশিন; যেটির মধ্যে রয়েছে একটি রোবট এবং যেকোন ট্যাটুর ডিজাইন অনুসরণ করে এটি নিখুঁতভাবে ট্যাটু আঁকতে পারে। ভিয়েনাতে অনুষ্ঠিত হাই-টেক প্রদর্শনীতে নিকি পাসাথ এই রোবোটের প্রদর্শনী করে উপস্থিত সবাইকে এই অটোমেটিক ট্যাটু মেশিনের প্রতি আগ্রহী করে তোলেন। মি. পাসাথ এই রোবটের কার্যক্ষমতা পরীক্ষা করার বিষয়ে বলেন, ‘এর কার্যক্ষমতা পরীক্ষা করার কাজটা ছিল খুবই কঠিন, কারণ কেবলমাত্র আমার নিজের উপরই এরই কার্যক্ষমতা পরীক্ষা করা সম্ভব ছিল এবং আপনারা নিশ্চয়ই জানেন কি ধরনের ব্যথা আপনাকে সহ্য করতে হয় ট্যাটু আঁকার সময়। আর এ পরীক্ষা চালানোর সময় আমার কোন সহযোগীও ছিল না।’