ডিস্ক ডিফ্র্যাগমেন্ট হলো উইন্ডোজের একটি ইউটিলিটি। হার্ডডিস্কে তথ্য সংরক্ষণের সময় যে সমস্ত সমস্যা দেখা যায় তার সমাধানের জন্যই মূলত এই ডিস্ক ডিফ্র্যাগমেন্ট ইউটিলিটি ব্যবহার করা হয়। হার্ডডিস্কের ডাটা যেখানে সংরক্ষণ করা হয় তার প্রতিটি অংশকে বলা হয় সেক্টর। এই সেক্টরগুলোতে মোট ডাটা থাকে ৫১২ বাইট। হার্ডডিস্কের হাতলটি এই সেক্টরগুলোর উপর ঘুরতে থাকে। কম্পিউটার টার্মে ‘হার্ডডিস্ক ে া’ বলা হলেও মূলত এটি হচ্ছে সেক্টরের ঘূর্ণনের গতি কমে যাওয়া। পূর্ববর্তি উইন্ডোজের ভার্সনগুলোতে এই ডিফ্র্যাগমেন্ট অনেক জনপ্রিয় হলেও বর্তমানের অপারেটিং সিস্টেমে এর ব্যবহার খুবই কম।