প্রাচীনকালের ডাইনোসরের যে কত বুদ্ধি ছিল সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যাবে টুরক খেলার সময়। গেমসের মূল চরিত্র জোসেফ টুরক একসময়ের যুদ্ধবাজ কমান্ডো, পরবর্তী সময়ে সে যোগ দেয় মিলিটারি দল হুইস্কি কোম্পানিতে। যে একসময় যুদ্ধ অপরাধীদের খুঁজতে চলে যায় ভবিষ্যতের অন্ধকারাচ্ছন্ন রহস্যময় এক গ্রহে। যেখানে আশ্রয় নিয়েছে টুরকের সামরিক প্রশিক্ষক রোনাল্ড কেইন, যে নিজেকে এখন সন্ত্রাসীর খাতায় নাম লিখিয়েছে। আর সেই সঙ্গে জিনগত পরিবর্তন করে বদলে দিয়েছে পুরো গ্রহের পরিবেশ। তৈরি করেছে ভয়ঙ্কর অপ্রতিরোধ্য টাইরানোসোরাস, ডেলোসিরাপ্টর, এপাটোসোরাস প্রভৃতি ডাইনোসর এবং রিবাটকায় মাকড়সা, গিরগিটি এবং এ রকম আরও নানা ভয়ানক শত্রু। আর এদের সঙ্গে লড়াই করেই টুরকে বন্দী করতে হবে কেইনকে। যদিও এ লড়াইয়ে টুরক হারাবে তার কোম্পানি অধিকাংশ সৈন্যকে, যারা জীবনবাজি রেখে লড়াই করবে টুরকের জন্য। গেমসে পিস্তল, সাব-মেশিনগান, শটগান, স্টিকি বোম্বগান, পালস রাইফেলের মতো আধিুনক অস্ত্রের পাশাপাশি রয়েছে প্রাচীনকালের তীর, ধনুক আর ছুরি, যা দিয়ে নিঃশব্দে কাজ শেষ করতে পারবে গেমার। আর এর গ্রাফিকস এতটাই ঝকঝকে যে গেমসটি খেলার সময় তার মধ্যে হারিয়ে যাবেন নিবিড়ভাবে, কারণ মনে হবে যেন আপনি নিজেই গেমটির চরিত্র। আর এর পটভুমিতে অ্যাকশন ছবির শব্দ যোগ করা হয়েছে। ফলে সব মিলিয়ে গেমসটি খেলার জন্য খুবই আনন্দদায়ক।

যা যা প্রয়োজন
প্রসেসর: ইন্টেল পেন্টিয়াম ৪, ১.৮ গিগাহার্টজ।
র‌্যাম: ৫১২ মেগাবাইট।
ভিডিওকার্ড: ৬৪ মেগাবাইট থ্রিডি।
ডাইরেক্ট এক্স: ৯.০।
হার্ডডিস্ক: ৫ গিগাবাইট খালি জায়গা।
সিডি-রম ড্রাইভ: ১৬ এক্স।