হাইটেক অর্জনের ক্ষেত্রে বিশেষ বোর্ড কম্পিউটার অন্যতম সফল একটি উদ্ভাবন। যেকোন গাড়িতে এই বোর্ড কম্পিউটার ইন্সটল করা যায়। এই গাড়ির সহকারি কম্পিউটারের কনফিগারেশন হল ৪০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১.২২ গিগাহার্টজ প্রসেসর, ২৫৬ এমবি স্ট্যান্ডার্ড মেমোরি কোন কোন ক্ষেত্রে তা ৫১২ এমবি মেমরিও হতে পারে। এই কম্পিউটারে উইউন্ডোস বা লিনাক্স যেকোন অপারেটিং সিস্টেমই সাপোর্ট করে। এর মধ্যে জিপিএস নেভিগেশন সিস্টেম এবং ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবস্থাও রয়েছে।