যান্ত্রিকতার এই যুগে মানুষের ব্যস্ততা বেড়েছে বহুগুনে। সেই সাথে জীবনধারাতে এসেছে পরিবর্তন। প্রতিনিয়ত মানুষ খুঁজে ফেরে নিত্যনতুন বৈচিত্র। ঈদসহ বিভিন্ন উৎসবে মানুষের কেনাকাটায়ও এসেছে বৈচিত্র। আর তাই বাংলাদেশেও ইতোমধ্যে গড়ে উঠেছে বেশ কিছু ই-কমার্স ওয়েব সাইট। বৈচিত্রময় শপিংয়ের আমেজ আর হাজারও পণ্যের সমাহার নিয়ে এবারের ঈদে হাজির হয়েছে ই-কমার্স সাইট www.bivob.com এ ই-কমার্স সাইটটিতে রয়েছে পোশাক, গয়না, দৈনন্দিন মুদি ও মনোহারী পণ্য, শুভেচ্ছা কার্ড, চকলেট, ফাস্টফুড, বিভিন্ন হস্তশিল্প, মিষ্টি, ফুল, ইলেক্ট্রনিক্স পণ্যসহ আরো বিভিন্ন আইটেম। এখান থেকে আপনি বেছে নিতে পারেন আপনার যেকোন প্রয়োজনীয় পণ্য। এবারের রোজা এবং ঈদ উপলক্ষ্যে এখানে পাওয়া যাচ্ছে, স্পেশাল ইফতার আইটেম এবং ১০০০ রকম পোষাকের সমারোহ। আর প্রতিযোগিতামূলক যৌক্তিক দামে ঈদের বিভিন্ন পণ্য সামগ্রীও কিনতে পারবেন রোজার শেষ দিন পর্যন্ত। ঝামেলাবিহীন শপিংয়ের জন্য ভিজিট করতে পারেন বিভব ডট কম এ।