সিক্লিনার (পূর্বে একে ক্র্যাক ক্লিনার বলা হতো) হচ্ছে ব্যবহারকারীর কম্পিউটারের রেজিস্ট্রি ক্লিন করার একটি প্রয়োজনীয় ফ্রিওয়্যার ইউটিলিটি। মাইক্রোসফট উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য এই ফ্রিওয়্যারটি তৈরি করেছে পিরিফর্ম নামক কোম্পানি। সিক্লিনার বর্তমানে ৩৫টি ভাষায় পাওয়া যায়। ইন্টারনেট ব্রাউজারের ব্রাউজিং ইতিহাস, কুকিজ প্রভৃতি অব্যবহৃত টেম্পোরারি ফাইল এটি স্বয়ংক্রীয়ভাবে মুছে দেয়। ফলে কম্পিউটার হয়ে উঠে আরো দ্রুতগতির। শুধু ইন্টারনেট ব্রাউজারেরই নয় মাইক্রোসফট অফিস, নিরো বার্নিং রম, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার প্রভৃতি প্রোগ্রামের টেম্পোরারি ফাইল এটি মুছে দেয়।