ইন্টারনেট জগতের দুই সার্চ ইঞ্জিন ইয়াহু ও গুগল একটি বাণিজ্যিক চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী গুগলের বিজ্ঞাপনপ্রযুক্তি ব্যবহার করতে পারবে ইয়াহু আর গুগলে দেওয়া কিছু বিজ্ঞাপন যুক্তরাষ্ট্র ও কানাডায় ইয়াহুর সার্চ ফলাফলে দেখা যাবে। ইয়াহু কর্তৃপক্ষ চেয়েছিল মাইক্রোসফটের ইয়াহু কেনার প্রস্তাব আবার বিবেচনা করতে। কিন্তু মাইক্রোসফট এ ব্যাপারে আর সাড়া না দেওয়ায় ইয়াহু গুগলের সঙ্গে এই চুক্তি করতে রাজি হয়। মাইক্রোসফটের একটি ঘনিষ্ট সুত্র জানায়, মাইক্রোসফট এখন আর গোটা ইয়াহু! কিনে নেওয়ার ব্যাপারে আগ্রহী নয়। প্রতিষ্ঠানটি ইয়াহুর সর্বশেষ অনলাইন সার্চ বিজনেস কিনে নেওয়ার প্রস্তাব দেয়। তবে ইয়াহু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ইয়াহু জানায়, গুগলের সঙ্গে তার ৮০ কোটি ডলারের চুক্তি হয়েছে। গুগলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এরিক স্কিমিডিট জানান, এই বাণিজ্যিক চুক্তির ফলে ইয়াহু গুগলের অনেক বিজ্ঞাপন প্রচার করতে পারবে। এগুলোর জন্য অবশ্য ইয়াহুকে অর্থ দিতে হবে। ইয়াহুও এসব বিজ্ঞাপন প্রচার করে লাভবান হবে। তিনি জানান, তিন বছরের জন্য এই চুক্তি করা হয়েছে। তবে ইয়াহু! ইচ্ছে করলে চুক্তি নবায়ন করতে পারে।