এ্যালকোহল সফট-এর তৈরি এ্যালকোহল ১২০% হচ্ছে একটি শক্তিশালী উইন্ডোজ নির্ভর সিডি ও ডিভিডি বার্নিং সফটওয়্যার। এর মাধ্যমে সহজে সিডি ডিভিডি’র ব্যাকআপও নেয়া যায়। আপনার প্রায় ব্যবহৃত সিডির ইমেজ সহজেই কম্পিউটারে রাখার জন্য এবং প্রয়োজনবোধে একক্লিকেই নিয়ে আসার জন্য এটি একটি সেরা সফটওয়্যার। প্রায় ২০ লক্ষেরও বেশি ব্যবহারকারী এই সফটওয়্যারটি ২০০২ সাল থেকে ব্যবহার করছে। সম্প্রতি এর রিলিজকৃত নতুন ১.৯.৭.৬২২১ ভার্সনটিতে প্রি মাস্টারিং ফাংশনও ব্লু-রে ফর্মেট সাপোর্টও রয়েছে।