সম্প্রতি জাপানের বিখ্যাত ইলেকট্রনিক্স ও রোবোটিক্স খেলনা নির্মাতা কোম্পানি টমি ঘোষণা দিয়েছে মানব আকৃতির ক্ষুদ্র রোবট ‘আই-সোবোট’। আই-সোবোট মানুষের মতোই নাচতে পারে আর অনেক গৃহপালিত পশু-কুকুড়, বিড়াল, ঘোড়াকে নকল করে সেরকম আচরণ করতে পারে। গত বছর অক্টোবরে ১৭ মাইক্রোন আকারের অতি ক্ষুদ্র রোবোট অমনিবোট বাজারে ছেড়ে বিশ্বে হইচই ফেলে দিয়েছিল টমি কোম্পানি। আর এবার ‘আই-সোবোট’ মার্কেটে চলে এলে সবচেয়ে ক্ষুদ্র আকারের হাইটেক খেলনা রোবোট নিয়ে আসার প্রতিযোগিতায় গিনেস রেকর্ড করবে কোম্পানিটি। ‘আই-সোবোট’ খেলনা রোবোট হলেও প্রযুক্তির জন্যই একে মাইলফলক ধরা হচ্ছে।