সম্প্রতি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নে বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) এর উদ্যোগে ই-তথ্য কেন্দ্র ‘বাতিঘর’ এবং কৃষকদের জন্য তথ্য সেবা প্রকল্প ‘ই-কৃষক’ এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডঃ সি এস করিম। গ্রামীণফোন কমিউনিটি ইনফরমেশন সেন্টার (জিপিসিআইসি) প্রকল্পের আওতায় বিআইআইডি এবং জানালা বাংলাদেশ যৌথভাবে বাতিঘর নামক ই-তথ্য কেন্দ্র চালু করেছে। ‘তথ্য সেবা দেবার পাশাপাশি এই তথ্য কেন্দ্রটি গবেষণাধর্মী কাজ করবে যা অন্যান্য তথ্যকেন্দ্র ভিত্তিক প্রকল্পগুলোকে তথ্য সেবা সংগঠন এবং বিকাশে দিক নিদের্শনা দেবে’- জানান বিআইআইডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদউদ্দিন আকবর। বিআইআইডি, ক্যাটালিষ্ট বাংলাদেশ নামক উন্নয়ন প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে জিপিসিআইসি নের্টওয়ার্ককে গবেষণা, প্রচার এবং তথ্য সেবা সংগঠনে কারিগরি সহায়তা দিয়ে আসছে। ‘তথ্য কেন্দ্রগুলো যাতে কৃষকদের কাছে প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শ সঠিক সময়ে পৌঁছে দিতে পারে, যাতে বাংলাদেশের প্রতিটি গ্রামের কৃষক তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহণ করে কৃষি কাজের উন্নত উৎপাদন কৌশল, প্রযুক্তি এবং উপকরণের সমন্বয় ঘটাতে পারেন এটাই ই-কৃষক প্রকল্পের লক্ষ্য।’- জানালেন শহীদউদ্দিন আকবর। ‘তথ্য প্রযুক্তি এই শতকের আর্শিবাদ, আর কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা অসম্ভব। তাই তথ্য প্রযুক্তির সুবিধা কৃষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন উপযুক্ত উদ্যোগ।’ -উদ্যোক্তাদের প্রশংসা করে এ কথা বলেন কৃষি উপদেষ্টা ডঃ সি এস করিম। উদ্ধোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক জি এম সালেহ উদ্দিন, ক্যাটালিষ্ট বাংলাদেশের ব্যবস্থাপক রাজীব প্রধান, বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃ বাবুল এবং গ্রামীণফোন সিআইসি প্রকল্পের প্রধান কর্মকর্তা সুলতানুর এ এইচ এম রেজা। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন বিআইআইডি-এর চেয়ারম্যান এবং বিআইডিএস-এর গবেষণা পরিচালন ডঃ আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ‘জানালা বাংলাদেশ’-এর ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন।