ইন্টারনেটকে নিরাপদ রাখার প্রত্যয়ে চীন সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের আওতায় সম্প্রতি চীনে হ্যাকিংয়ের দায়ে অভিযুক্ত ব্যক্তির সাত বছরের জেল হবে বলে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কের নিরাপত্তা বিঘিœত, ডাটা চুরিসহ যেকোনরূপ হ্যাকিংয়ের দায়ে অভিযুক্ত ব্যক্তিরা এই সাজা ভোগ করবে। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের একটি কমিটি এই বিষয়ে আইন তৈরি করেছে এবং এর মাধ্যমে চীনে হ্যাকিংয়ের দায়ে অভিযুক্ত ব্যক্তির বিচার সুনির্দিষ্ট নিয়মের আওতায় করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। পার্লামেন্টের ল’ কমিটির উপ-পরিচালক লি শিশি বলেন, ‘এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে অনলাইনের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সক্ষম হবো এবং অনেকে এই অপরাধ হতে নিজেকে বিরত রাখতে সক্ষম হবে বলে আমরা আশা করি। উল্লেখ্য, কিছুদিন পূর্বে ২৯,২০০ ইউএস ডলারের প্রায় ২০ হাজার অনলাইন গেম একাউন্ট চুরি হয়ে যায় চীন দেশে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক