যুক্তরাষ্ট্রে বসবাসকারী অধিকাংশ ব্যক্তি অনলাইনে সংবাদ আহরণে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করে। টেলিভিশন, পত্রিকা-এর তুলনায় ইন্টারনেটে সংবাদ দ্রুত গ্রহণযোগ্যতা অর্জন করেছে যুক্তরাষ্ট্রে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণাকারী প্রতিষ্ঠান পিও রিসার্চ সেন্টার ফর দ্য পিপল এন্ড দ্য প্রেস। সম্প্রতি প্রকাশিত জরিপে দেখা গেছে, ৪০ শতাংশ মানুষ তাদের প্রত্যহিক সংবাদ আহরণের পন্থা হিসেবে ইন্টারনেট নির্ভর সংবাদ প্রদানকারী প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। গত বছর যা ছিল মাত্র ২৪ শতাংশ। একই সাথে ২৫ শতাংশ মানুষ পত্রিকায় প্রকাশিত সংবাদের উপর নির্ভরশীল। মূলত ইন্টারনেট সকলের নিকট সহজলভ্য হবার পরিপ্রেক্ষিতে অধিকাংশ যুক্তরাষ্ট্রবাসী ইন্টারনেটের মাধ্যমে তাদের দৈনন্দিন কাজ সমূহ সম্পাদন করে।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক



