আপনি যদি অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ এক্সপি ব্যবহার করে থাকেন এবং আপনার ব্যবহূত উইন্ডোজের গতি আপনার কাছে খুবই ধীরগতির বলে মনে হয়, তবে গতি বাড়িয়েও নিতে পারেন।এজন্য কিছু কাজ করতে হবে। কাজ শেষ হলে আপনার উইন্ডোজের গতি আগের তুলনায় অনেকাংশে বেড়ে যাবে।উইন্ডোজের কাজ করার ক্ষমতা বাড়ানোর জন্য এর বেস্ট অ্যাপিয়ারেন্স অপশনটি নিষ্কিত্র্নয় (ডিজঅ্যাবল) করে দিতে পারেন। এ জন্য মাই কম্পিউটারে ডান ক্লিক করে প্রোপার্টিস নির্বাচন করুন। Advanced ট্যাবে ক্লিক করুন এবং প্রথম সেটিংস বাটনটিতে ক্লিক করুন। এখন যে উইন্ডোটি চালু হবে, সেখানে কিছু অপশন দেখতে পারবেন। এখান থেকে Adjust for best performance-এর বক্সে ক্লিক করে টিক চিহ্ন দিন। এবার OK করে বের হয়ে আসুন। আপনার কম্পিউটার ছবির মান (ভিজ্যুয়াল এফেক্ট) পরিবর্তিত হয়ে কম্পিউটার বেস্ট পারফরম্যান্সের জন্য প্রস্ততু হবে।যদিও ভিজ্যুয়াল এফেক্টগুলো আপনি আর দেখবেন না, কিন্তু আপনার কম্পিউটারের গতি হবে দেখার মতো।

সৌজন্যে : দৈনিক প্রথম আলো