বিশ্বের শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট, অ্যাপলের আইফোন ব্যবহারকারীদের অধিকতর স্বাচ্ছন্দ প্রদানের লক্ষ্যে বাজারে ছেড়েছে নতুন মোবাইল এপ্লিকেশন। ‘সিড্রাগন মোবাইল’ নামের মাইক্রোসফট কর্তৃক তৈরিকৃত অ্যাপলের আইফোনে ব্যবহার উপযোগী মোবাইল এপ্লিকেশনটি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হয়েছে গত রবিবার। বিশ্বজুড়ে অগণিত আইফোন ব্যবহারকারী এই ‘সিড্রাগন মোবাইল’ এপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে তাদের ব্যবহৃত আইফোনে পূর্বের তুলনায় অধিকতর উন্নত গ্রাফিক্স নির্ভর কাজসমূহ করতে সক্ষম হবে বলে মনে করছে মাইক্রোসফট। বিশেষ করে যে সকল ব্যক্তি আইফোনের ৩.৫ ইঞ্চি স্ক্রীন ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট ব্রাইজ করে থাকে তারা পূর্বের তুলনায় নিখুঁত গ্রাফিক্স পেতে সক্ষম হবে এবং এর মাধ্যমে যে কোন ডেস্কটপ পিসি অথবা ল্যাপটপ হতে ব্রাউজ করার ন্যয় কাজ করতে সক্ষম হবে। একই সাথে ইন্টারনেট হতে ডাউনলোডকৃত ছবি এবং ভিডিও তাদের আইফোনের ৩.৫ ইঞ্চি বিশিষ্ট স্ক্রীন অধিকতর পিক্সেল সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সারা বিশ্বজুড়েই অ্যাপলের আইফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে এবং এ পর্যন্ত প্রায় ৩০০ মিলিয়ন আইফোন এপ্লিকেশন ডাউনলোড করা হয়েছে অ্যাপলের এপ্লিকেশন স্টোর হতে। এরই পরিপ্রেক্ষিতে অ্যাপলের জনপ্রিয় আইফোন ব্যবহারকারীদের নিকট নিজেদের জনপ্রিয় করতে মাইক্রোসফট কর্পোরেশন বাজারে ছেড়েছে আইফোনে ব্যবহার উপযোগী মোবাইল এপ্লিকেশন ‘সিড্রাগন মোবাইল’। আইফোনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সক্ষম বলে দাবী করা মাইক্রোসফটের নতুন এই মোবাইল এপ্লিকেশনটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। নতুন এই মোবাইল এপ্লিকেশন সকলের নিকট বিনামূল্যে প্রদানের কারণে অচীরেই অগণিত অ্যাপল আইফোন ব্যবহারকারীদের নিকট মাইক্রোসফট নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক