বাংলাদেশের জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক সাইট mybanglaspace প্রথমবারের মতো সম্পূর্ণ বাংলা ভার্সন প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। সাইটটির নির্মাতা প্রোমাকসোল প্রতিষ্ঠান এবং এই সাইটটির উন্নয়নে দেশ-বিদেশে অবস্থানকারী বাংলাদেশের প্রতিভাবান ছাত্ররা কাজ করে চলেছে। বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ক সাইট mybanglaspace-এর উল্লেখযোগ্য ফিচারসমূহের মধ্যে রয়েছে প্রোফাইল কমেন্ট, প্রোফাইল ডিজাইন, ফটো অডিও ভিডিও আপলোড, ফোরাম, ব্লগ, রেডিও, পোল, কুইজ, চ্যাটিং, ভয়েস চ্যাটিং প্রভৃতি। অচিরেই সাইটটির লেটেস্ট ভার্সনে আরো আধুনিক ফিচার যোগ করা হবে। ওয়েব www.mybanglaspace.com