আধুনিক বিজ্ঞানের নিত্যনতুন উপহারের কারণে মানুষের জীবনে এসেছে গতি, নতুনত্ব। বিজ্ঞানের উৎকর্ষতায় অন্যান্য যন্ত্রের পাশাপাশি ক্যামেরার জগতেও এসেছে নতুনত্ব। বর্তমান ডিজিটাল দুনিয়ায় ফিল্ম ক্যামেরাকে পিছনে ফেলে ডিজিটাল ক্যামেরা এনেছে এক ভিন্নমাত্রা, বিশ্ব বাজারে করে নিয়েছে শক্ত অবস্থান। ডিজিটাল ক্যামেরার মেমোরিতে আপনি ইচ্ছে মতো ছবি তুলে স্টোর করে রাখতে পারবেন, ইচ্ছে হলে মুছেও ফেলতে পারেন, প্রয়োজনে কাগজে করে নিতে পারেন প্রিন্ট। সহজেই ব্যবহার করা যায় এবং নানাবিধ সুবিধার কারণে ডিজিটাল ক্যামেরার চাহিদা দিন দিন বাড়ছে। তাই আপনি যদি পছন্দ মতো ও প্রয়োজন অনুসারে ডিজিটাল ক্যামেরা কিনতে চান তাহলে আপনাকে ক্যামেরার কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে। রেজ্যুলেশন, জুম লেন্স, স্টোরেজ, ফোকাস, সাউন্ড ও মুভি, এলসিডি মনিটর, এক্সপোজার সেটিং, ব্যাটারি, আকার ওজন ও ডিজাইন প্রভৃতির দিকে খেয়াল রেখে কিনতে পারেন আপনার পছন্দনীয় ডিজিটাল ক্যামেরা। বাজারে এখন পাওয়া যাচ্ছে নানা ব্র্যান্ডের ডিজিটাল ক্যামেরা তাদের মধ্যে ক্যানন, সনি, নাইকন, স্যামসাং, বেনকিউ প্রভৃতি প্রধান। এসব ক্যামেরার গুণগত মান বেশ ভাল এবং আপনি পেতে পারেন এর মধ্য হতে আপনার পছন্দেরটি।


ক্যাননের এ৪৬০
বাজারে এখন পাওয়া যাচ্ছে ক্যাননের পাওয়ার শট এ ৪৬০ মডেলের ডিজিটাল ক্যামেরাটি। ৫.০ মেগা পিক্সেলের পাওয়ার শট ক্যামেরায় রয়েছে ৪এক্স অপটিক্যাল জুম। এছাড়াও এতে আছে ২ ইঞ্চি এলসিডি মনিটর, ১৬ এমবিএসডি মেমোরি কার্ড, ডিজিগ ২ প্রসেসরসহ ১ সেমি. সুপার ম্যাক্রো। ক্যাননের পাওয়ার শট এ৪৬০ মডেলটির দাম পড়বে ৮,৫০০ টাকা।



ক্যাননের জি৯
১২.১ মেগাপিক্সেল ক্ষমতা সম্পন্ন পাওয়ার শট জি৯ মডেলটি। এতে আছে ৬এক্স অপটিক্যাল জুম, ৩.০ ইঞ্চি পিওর কালার এলসিডি মনিটর, ৩২ মেগাবাইট এমএমসি মেমোরি কার্ড। আরএডব্লিউ ফরমেট সমৃদ্ধ সুস্থিত অপটিক্যাল ইমেজ ও মাল্টিপ্ল্যান ফেক ডিটেকশন। আরো আছে মুটি সমৃদ্ধ স্ট্যান্ড। এটির দাম পড়বে ৪০,০০০ টাকা।


ক্যাননের-আইএক্স ইউএক্স ৮০আইএস
ক্যাননের-আইএক্স ইউএক্স ৮০আইএস মডেলটিতে আছে ৩এক্স অপটিক্যাল জুম। ক্যাননের এই মডেলটিতে আপনি আরো পাবেন ২.৫ ইঞ্চি পিওর কালার ২ ইঞ্চি এলসিডি মনিটর, ৩২ মেগাবাইট এমএমসি মেমোরি কার্ড। ফেক ডিটেকশন ও মশন ডিটেকশন টেকনোলজি সমৃদ্ধ মডেলটিতে আরো আছে সুস্থির অপটিক্যাল ইমেজ। এটির দাম পড়বে ২১,০০০ টাকা।



ক্যাননের আইএক্স ইউএক্স ৮৬০ আইএস
ক্যাননের আইএক্স ইউএক্স ৮৬০ আইএস মডেলটিতে আছে ৩ এক্স অপটিক্যাল জুম। ৮.০ মেগাপিক্সেলের ক্যামেরাটিতে আপনি আরো পাবেন ৩.০ ইঞ্চি কালার এলসিডি মনিটর, ৩২ মেগাবাইট এমএমসি মেমোরিকার্ড, ২৮ এমএস লেন্স। সুস্থির অপটিক্যাল ইমেজ সমৃদ্ধ এতে আরো আছে টাচ্ কন্ট্রোল ডায়াল। এই মডেলটির দাম পড়বে ২৭,৫০০ টাকা।



নাইকন কুলপিক্স এল১০
৫.০ মেগাপিক্সেলের নাইকন কুলপিক্স এল১০ মডেলটি। এতে আছে ওএক্স অপটিক্যাল জুম লেন্স, ২ ইঞ্চি এলসিডি মনিটর সাথে ১৫৩,০০ পিক্সেল রেজুলেশন। ৭ মেগাবাইট ইন্টারনাল মেমোরিসহ এসডি এইচসি/এসডি মেমোরি টাইপ। ১১৫ গ্রাম ওজন বিশিষ্ট এ ক্যামেরাটিতে আছে দুটি এএ ব্যাটারি সাথে ইউএসবিসহ এনটিএসডি/ পিএএল ভিডিও কানেকশন। এটির দাম পড়বে ৭,০০০ টাকা।



নাইকন কুলপিক্স এস৫১
৮.১ মেগাপিক্সেলের নাইকন কুলপিক্স এস ৫১ মডেলটিতে আপনি পাবেন ৩এক্স অপটিক্যাল জুম। ৩.০ ইঞ্চি এলসিডি মনিটর সহ এসডি মেমোরি টাইপ। এটির দাম পড়বে ৩২,০০০ টাকা।



বেনকিউ টি৮৫০
৮ মেগাপিক্সেলের বেনকিউ টি৮৫০ মডেলটি। এতে আপনি পাবেন ৩এক্স অপটিক্যাল ও ৫এক্স ডিজিটাল জুম, ৩.০ ইঞ্চি টিএফটি এলসিডি মনিটর ও ২৩০কে পিক্সেল ডিসপ্লে রেজুলেশন। ৮ জিবি এসডি কার্ড সহ এসডিএইচসি ১৬ জিবি পরিবর্ধন যোগ্য। লাল ও কালো দুটি রঙের স্টাইলিশ ডিজাইন সহ এতে আরো আছে ৭২০ এমএএইচ রিচার্জেবল ব্যাটারি।



বেনকিউ এক্স৮৩৫
৮ মেগা পিক্সেলের বেনকিউ এক্স৮৩৫ মডেলটিতে আছে ৩এক্স অপটিক্যাল জুম ও ৪এক্স ডিজিটাল জুম, সাটার স্পিড ২০০০ ভাগের ১ ভাগ থেকে ১ সেকেন্ড, ২৩০০০০ পিক্সেল ডিসপ্লে রেজুলেশন সমৃদ্ধ ২.৫ ইঞ্চি এলটিপিএস এলসিডি মনিটর। ১৬ মেগাবাইট ইন্টারনাল মেমোরি, ৭২০ এমএএইচ রিচার্জেবল ব্যাটারিসহ ভিক্সনরেড ও মিডনাইড ব্লাক দুটি রঙের আকর্ষণীয় ডিজাইন।



বেনকিউ ডিসি ই৮০০
৮ মেগাপিক্সেলের বেনকিউ ই৮০০ মডেলটিতে আছে ৩এক্স অপটিক্যাল জুম, স্মাইল ক্যাচ মুভ, ৩:২, ১৬:৯ আউটপুট সাইজ, কেচ-ট্রাকিং ফাংশন ৮ কেচ পর্যন্ত।


সনি এস৭৩০
৭.২ মেগা পিক্সেলের সনি এস ৭৩০ মডেলটিতে আপনি পাচ্ছেন ৩এক্স অপটিক্যাল জুম লেন্স, ২.৪ ইঞ্চি এলসিডি মনিটর, ৫ পয়েন্ট অটো ফোকাস। ২২ মেগাবাইট ইন্টারনাল মেমোরি, স্মার্ট মুভ, স্মার্ট জুম ফেচার, কিউভি জিভি মুভিমুভ যা দিয়ে আপনি ধারণ করতে পারেন ৩২০*২৪০ অডিও/ভিডিও ক্লিপ। এটির দাম পড়বে ১৫,৯৯০ টাকা।



সনি এস৭৫০
৭.২ মেগা পিক্সেলের এই ক্যামেরাটতে আছে এইচএডি (হোল অ্যাকুমুলেটেড ডায়ট) এবং সিসিডি। ৩এক্স অপটিক্যাল জুম লেন্স যা আপনার সাবজেক্টকে স্বচ্ছভাবে ধারণ করতে সহায়তা করবে। ২.৫ টিএফটি এলসিডি ডিসপ্লে, ফেক ডিটেকশন সমৃদ্ধ যা ফোকাসকে কন্ট্রোল করে এবং ৫ পয়েন্ট অটো ফোকাস। হাই সেনসেটিভিটি (আইএসও১২৫০) মুড যা স্বল্প আলোতে ও ইনডোরে ঝকঝকে ছবি তুলতে সক্ষম। এছাড়াও এতে আছে সরাসরি প্লেব্যাক বাটন, শক্তিশালী ব্যাটারি, প্রোডুও মেমোরি স্টিক, ব্রাস্টমুড, স্মার্ট জুম ফেচার, ২২ মেগা বাইট ইন্টানাল মেমোরিসহ কিউভিজিএ মুভি মুভ। এটির দাম পড়বে ১৭,২৯০ টাকা।




সনি টি৭০
৮.১ মেগাপিক্সেলের সনি টি৭০ ডিজিটাল ক্যামেরাটিতে আছে কার্ল জিস ৩এক্স অপটিক্যাল জুম লেন্স। ৩.০ ইঞ্চি এলসিডি মনিটরসহ টাচ্স্ক্রিন অপারেশন যা আপনার ক্যামেরা ব্যবহারকে করবে সহজ ও দ্রুত। আইকন সেটআপ কন্ট্রোল ও ফেক ডিটেকশন যা অটোমেটিকভাবে ফোকাস, একপোজার, কালার এবং ফ্ল্যাশকে কন্ট্রোল করবে। ৯ পয়েন্ট অটোফোকাস যা ইমেজকে সহজেই কম্পোজ করতে সক্ষম। এছাড়াও এতে আছে ৩১ মেগাবাইট ইন্টার্নাল মেমোরি, ১৫এক্স স্মার্ট জুম ফেচার, এমপিইজি মুভি ভিএক্স মুভ। এই ক্যামেরাটির দাম পড়বে ৩১,৯৯০ টাকা।