সাইবার অপরাধ মোকাবিলায় ভারতে তথ্যপ্রযুক্তি আইনের সংশোধনী পাস হয়েছে। গত ২৩.১২.২০০৮ ভারতের পার্লামেন্ট লোকসভায় এই আইন পাস হয়েছে। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন সংশোধন করে পাস করা হয় ‘দ্য ইনফরমেশন টেকনোলজি (সংশোধনী) বিল ২০০৬’।এই আইনে সাইবার অপরাধে যুক্ত অপরাধীদের যাবজ্জীবন কারাদন্ড এবং অশ্লীল ছবি ও লেখা প্রকাশের জন্য পাঁচ বছর পর্যন্ত কারাদন্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। এ ছাড়া ইন্টারনেটের মাধ্যমে তথ্য পাচার, তথ্য চুরি, সন্ত্রাস ছড়ানো, সন্ত্রাসবাদী প্রচার, তথ্য ফাঁস এবং বিশ্বাসভঙ্গের ঘটনাকেও দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করে শাস্তি দেওয়ার বিধান রাখা হয়েছে।

সৌজন্যে : দৈনিক প্রথম আলো