সমুদ্র বা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের আর যত্রতত্র মাছের জন্য আন্দাজে জাল ফেলতে হবে না। এবার একবারে মাছের ঝাঁকে বা খনিতে জাল ফেলার সুযোগ এনে দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এই রাজ্য পশ্চিমবঙ্গের জেলেদের জন্য বয়ে এনেছে একটি সুখবর।এই সুখবরে বলা হয়েছে, এখন আর জেলেদের নদী বা সমুদ্রে মাছ ধরার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। জাল ফেলা যাবে একেবারে মাছের আসল জায়গায়। এ জন্য মাছের নৌকা বা ট্রলারে বসানো হবে ক্যামেরা আর ক্লোজড সার্কিট টিভি। এ ক্যামেরা ও টিভি দেবে ভারতের সরকারি সংস্থা ভেল। এরই মধ্যে ভেল এই ক্যামেরা ও টিভি পরীক্ষামূলকভাবে বসিয়ে ভালো ফল পেয়েছে।ভেলের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, যন্ত্রচালিত নৌকা বা ট্রলারের চারপাশে পানির নিচে ডোবানো অবস্থায় থাকবে চারটি ক্যামেরা। আর নৌকার ওপর থাকবে ক্লোজড সার্কিট টিভি। এক কিলোমিটার পর্যন্ত পানির নিচের ছবি তুলতে পারবে এই ক্যামেরা। নদী বা সমুদ্রের কোথায় আছে মাছের ঝাঁক, তা দেখা যাবে ক্লোজড সার্কিট টিভিতে। ফলে জেলেরা এই ছবি দেখেই সেই স্থান থেকে মাছ ধরতে পারবে।পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ বলেছেন, শিগগিরই এই প্রযুক্তিতে মাছ ধরার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই ক্যামেরা ও টিভি বিনা মূল্যে জেলেদের মধ্যে সরবরাহ করবে রাজ্য সরকার। মন্ত্রী আরও বলেছেন, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ার জেলেরা এভাবে মাছ ধরছে; যদিও থাইল্যান্ডের জেলেরা উপগ্রহের মাধ্যমে ট্রলারে থাকা টিভির সাহায্যে ছবি দেখে মাছের অবস্থান জেনে মাছ ধরার ব্যবস্থা করেছে। জেলেরা মাছের সাইজ দেখে জালও ফেলতে পারে।



