অনলাইন ভিত্তিক বৃহৎ ভিডিও শেয়ারিং ওয়েব সাইট ইউ টিউব তাদের অগণিত ব্যবহারকারীদের কল্যাণে পূর্বের তুলনায় অধিকতর মানসম্পন্ন ওয়াইড স্ক্রীন সুবিধা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ইউ টিউব তাদের সাইটে প্রদত্ত ভিডিও সমূহের পিক্সেল ৯৬০-এ উন্নীত করার পাশাপাশি এর স্ক্রীনের পরিধিও বৃদ্ধি করেছে। ফলে ইউ টিউব ব্যবহারকারীরা তাদের পছন্দনীয় ভিডিও সমূহ ১৬:৯ এসপেক্ট রেশিও সহকারে দেখতে সক্ষম হবে। উল্লেখ বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট হিসেবে ইউটিউব নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি বর্তমান ব্যবহারকারীদের কল্যাণে তাদের সেবাসমূহ অধিকতর বিস্তৃত করার পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ইউ-টিউব অতি সম্প্রতি তাদের সাইটের মাধ্যমে বিশ্বখ্যাত এমজিএম-এর সিনেমা দেখার সুযোগ প্রদান করে। ফলে জনপ্রিয় এমজিএম’র সিনেমা সমূহ ইউ টিউব’র কল্যাণে বিশ্বজুড়ে অগণিত ইন্টারনেট ব্যবহারকারীদের নিকট সহজলভ্য হয়ে উঠে। সেই সাথে অন্যান্য জনপ্রিয় টিভি সিরিয়াল হতে শুরু করে বিভিন্ন ভিডিও ক্লিপিংস ইউটিউবের মাধ্যমে দেখতে সক্ষম হওয়ায় এর জনপ্রিয়তা দিন দিনই বৃদ্ধি পেয়ে চলেছে। নিজেদেরকে অন্যান্য ভিডিও শেয়ারিং সাইটসমূহ হতে অধিকতর ব্যবসা সফল হিসেবে গড়ে তুলতেই ইউটিউব তাদের সাইটে ওয়াইড স্ক্রীন ভিডিও সুবিধা প্রদান করেছে বলে সকলে মনে করছেন। তবে ব্যবসায়িক দৃষ্টিকোণ যাই থাকুক না কেন এর মাধ্যমে ইউটিউব ব্যবহারকারীরা ঘরে বসেই উন্নত পিক্সেল সমৃদ্ধ ভিডিও সমূহ পূর্বের তুলনায় বৃহৎ স্ক্রীনে দেখতে সক্ষম হবে।