এই উড়োজাহাজটির জ্বালানি খরচ প্রতি কিলোমিটারে ৪৮ টাকারও (০.৬৭ সেন্ট) কম। এটিই এখন পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে সাশ্রয়ী আকাশযান। এত কম খরচে এটা ওড়ানো সম্ভব হচ্ছে, কারণ এটি চলে বৈদ্যুতিক শক্তিতে। একবার চার্জ করলে উড়োজাহাজটি টানা দেড় ঘণ্টা উড়তে পারে। গড় গতি থাকে ঘণ্টায় ৭০ কিলোমিটার। এখানেই শেষ নয়, এর সবচেয়ে বড় চমকটি অন্য জায়গায়। উড়োজাহাজটি ওড়ে সম্পুর্ণ নিঃশব্দে। সব মিলিয়ে এটিই পৃথিবীর প্রথম সম্পুর্ণ বিদ্যুতে চালিত ও নিঃশব্দ উড়োজাহাজ। গেল আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফট অ্যাসোসিয়েশনের রানওয়েতে এক প্রদর্শনীতে চমকপ্রদ এই আকাশযানটি উড়িয়ে দেখান এর উদ্ভাবক নিউজার্সির অবসরপ্রাপ্ত প্রকৌশলী র‌্যানড্রন ফিশারম্যান। তিনি এই উড়োজাহাজটির নাম দিয়েছেন ইলেকট্রাল ফায়ার-সি। তিনি আশা করছেন, ২০১০ সালের দিকে দুই সিটের এই উড়োজাহাজটি বাজারে ছাড়তে পারবেন।