বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ও বাণিজ্যিকভাবে ব্যবহূত বায়োনিক হাত যুক্তরাজ্যের শীর্ষ প্রযুক্তি পুরস্কার ম্যাকরবার্ট অ্যাওয়ার্ড জিতেছে। আই-লিম্ব নামের বায়োনিক হাতটিতে রয়েছে পাঁচটি স্বতন্ত্র সংখ্যা (ডিজিট). আরও তিনটি প্রযুক্তি সরঞ্জামকে হারিয়ে আই-লিম্ব নামের বায়োনিক হাতটি এ পুরস্কার ছিনিয়ে নেয়। বাকি তিনটি প্রযুক্তি হচ্ছে একটি রোবট, একটি রাসায়নিক সেন্সর ও একটি ধুলিবালি পরিশ্রুত করার যন্ত্র। লন্ডনে সম্প্রতি এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্বে এ পর্যন্ত দুই শতাধিক মানুষ তাদের দেহে বায়োনিক অর্থাৎ রোবট হাত সংযোজন করেছে। এদের মধ্যে মার্কিন সেনারাও রয়েছে। এই সেনারা ইরাক যুদ্ধে তাদের হাত হারিয়েছে। লিভিংস্টোনভিত্তিক কোম্পানি টাচ বায়োনিকস এই বায়োনিক হাতের স্রষ্টা। ১৯৬৩ সালে স্কটল্যান্ডে প্রথমে এই বায়োনিক হাতের ব্যবহার শুরু হয়। তখন বিকলাঙ্গ শিশুদের সাহায্য করার জন্য তাদের অনেকের দেহে এই হাত সংযোজন করা হয়। ২০০৭ সালে প্রথমবারের মতো এই বায়োনিক হাত বিক্রির জন্য বাজারে ছাড়া হয়। আই-লিম্ব নিজের দেহে সংযোজনকারী প্রথম ব্রিটিশ নাগরিক রে এডওয়ার্ড জানান, এটি একটি চমৎকার উদ্ভাবন। ‘আমি এই হাত দিয়ে এখন কলম ধরা, লেখালেখি করা এবং খাওয়া-দাওয়াসহ অনেক কিছু করতে পারি, যা আগে পারতাম না।’