ফটোশপ ব্যবহারকারীদের কাজের গতি বৃদ্ধিতে বিশ্বখ্যাত এনভিডিয়া তাদের গ্রাফিক্স প্রসেসিং ইউনিটস (জিপিইউ)-এ ব্যবহারের লক্ষ্যে সি ল্যাঙ্গুয়েজ নির্ভর নতুন সফটওয়্যার কুডা ২.০ রিলিজ করেছে। গত শুক্রবার এনভিডিয়া কর্তৃক এই কুডা ২.০ সফটওয়্যার বাজারে ছাড়ার ঘোষণা দিয়ে জানানো হয়, এই কুডা ২.০ সি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এনভায়ারনমেন্টে তৈরি এবং এটি এনভিডিয়া’র জনপ্রিয় গ্রাফিক্স প্রসেসিং ইউনিট-এ সংযুক্ত করা হবে। সেই সাথে এই কুডা ২.০ ম্যাকসহ যেকোন পিসিতে ব্যবহার করার মাধ্যমে ফটোশপে কাজের গতি বৃদ্ধি করা সম্ভব। মূলত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট সমূহের ব্যবহারের উদ্দেশ্যে এই কুডা ২.০’তে এনভিডিয়া জেনারেল-পারপোজ কম্পিউটিং অন গ্রাফিক্স প্রসেসিং ইউনিট সংক্ষেপে জিপিজিপিইউ প্রযুক্তি’র সফল ব্যবহার করেছে। ফলে এটি ওপেন সিএল কুডা স্ট্যান্ডার্ড সমৃদ্ধ হওয়ার এনভিডিয়া’র কুডা ২.০ সফটওয়্যার সমৃদ্ধ হার্ডওয়্যার গ্রাফিক্সের কাজ সমূহ পূর্বের তুলনায় দ্রুতগতিতে কাজ করতে সক্ষম হয়ে উঠে। বিশেষ করে যে সকল ব্যবহারকারী গ্রাফিক্সের বিভিন্ন কাজে ফটোশপের জটিল কাজ সমূহ করে থাকেন তাদের জন্য এনভিডিয়া’র কুডা ২.০ সফটওয়্যার সম্বলিত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট পূর্বের তুলনায় দ্রুতগতিতে ফটোশপের বিভিন্ন কাজ করতে সক্ষম। কুডা ২.০ সফটওয়্যার সম্বলিত জিপিইউ’তে সংযুক্ত টুলসেট সমূহে ম্যাক ওএসএক্স সাপোর্ট সুবিধা এবং উইন্ডোজ ৩২বিট এবং ৫৪বিট সাপোর্ট সুবিধা প্লাগ-ইন-এক্সাম্পল সম্বলিত সোর্স কোড রয়েছে। ফলে ফটোশপ ব্যবহারে এটি স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে বলে এনভিডিয়া কর্তৃপক্ষ দাবী করছে। ফলে সারাবিশ্বজুড়ে অগণিত গ্রাফিক্স কাজের ব্যবহারকারী এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিটস (জিপিইউ)-এ ব্যবহারের মাধ্যমে তাদের কাজে গতিশীলতা আনয়নের পাশাপাশি তাদের প্রয়োজনীয় কাজ সমাধা করতে সক্ষম হয়ে উঠবে। ফলে এটি গ্রাফিক্সের বিভিন্ন কাজ করার লক্ষ্যে জনপ্রিয় ফটোশপের গতি দ্রুততর করতে সক্ষম। বিশ্বখ্যাত এনভিডিয়া তাদের গ্রাফিক্স প্রসেসিং ইউনিটস (জিপিইউ)-এ ব্যবহারের লক্ষ্যে সি ল্যাঙ্গুয়েজ নির্ভর নতুন সফটওয়্যার কুডা ২.০ অন্তর্ভূক্ত করায় তা গ্রাফিক্স শিল্পে অগ্রগতি সাধন করবে বলে সকলের ধারণা।