ওয়্যারলেস গেটওয়ে হলো একটি কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যা ডাটা প্যাকেটকে তারবিহিন নেটওয়ার্ক বা ওয়্যারলেস ল্যান (লোকাল এরিয়া নেটওয়ার্ক) থেকে অন্য নেটওয়ার্কে (যেমন তারযুক্ত ওয়াইড এরিয়া নেটওয়ার্ক) পাঠায়। ওয়্যারলেস গেটওয়ে ওয়্যারলেস এক্সেস পয়েন্ট, রাউটার এমনকি ফায়ারওয়ালের কাজও করে থাকে। সাশ্রয়ী মূল্যে হোম বা ছোট অফিস নেটওয়ার্কিং এ এটি উৎকৃষ্ট প্রযুক্তি। এই ডিভাইসে বর্তমানে বিভিন্ন কম্পোনেন্ট যুক্ত করার পাশাপাশি একই সাথে অনলাইনে গেম খেলা, আইপি ফোন, মাল্টিমিডিয়া বা এভি স্পিসিং সুবিধাও পাওয়া যায়।