বর্তমান বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এক জনপ্রিয় নাম ফেসবুক। ফেসবুক মানেই বন্ধুবান্ধবের মিলনমেলা। এ বন্ধুত্ব আরও বড় করার জন্য ফেসবুকের রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান নেটওয়ার্ক। যার মাধ্যমে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই একত্র হতে পারে। আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের নেটওয়ার্ক না থাকলে সেটি চালু করতে পারেন সহজেই। নেটওয়ার্ক তৈরি করতে প্রথমে আপনার বিদ্যালয়ের একটি ই-মেইল ঠিকানা নির্বাচন করতে হবে। ই-মেইল ঠিকানাটি এমন হতে হবে যেন সেটি থেকে ফেসবুকের পাঠানো ই-মেইলের উত্তর (রিপ্লাই) দেওয়া যায়। এ রকম সুযোগ না থাকলে আপনি নিজেও আপনার বিদ্যালয়ের নামে একটি ই-মেইল ঠিকানা খুলে নিতে পারেন। এবার www.facebook.com/help/ suggestions.php ঠিকানার ওয়েব পেইজে যেতে হবে। এখানে ঢুকে নেটওয়ার্ক টাইপ হিসেবে স্কুল অথবা কলেজ নির্বাচন করুন। এবার বিদ্যালয়ের নাম, শহর, বিদ্যালয়ের ই-মেইল ঠিকানা এবং সব শেষে আপনার ই-মেইল ঠিকানা দিয়ে সাবমিট করুন। একইভাবে আপনার ২০ জন বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই তথ্য সাবমিট করলে কিছুদিনের মধ্যেই বিদ্যালয়ের ই-মেইল ঠিকানায় একটি মেইল আসবে। এটি কনফার্ম করলেই হয়ে যাবে আপনার বিদ্যালয়ের নেটওয়ার্ক।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো



