ডিসেম্বর এলেই সবাই তার প্রিয়জনকে খোঁজে, যারা হারিয়ে গেছে একাত্তরে। তারা কীভাবে কোথায় মারা গেছে জানার আগ্রহ সবার। হয়তো অনেকে জানে, আবার অনেকে কোনো দিনই জানতে পারবে না তার প্রিয়জন কীভাবে মারা গছে। কিন্তু সব ধরনের মৃত্যুর রহস্যই উদঘাটিত হওয়া উচিত। যেমন সিংকিং গেমসে গেমারকে ভেদ করতে হবে বিপত্নীক ধনকুবের ওয়াল্টার জোনসের মৃত্যুরহস্য।ওয়াল্টার জোনস মৃত্যুর আগে সাগোরা নামের একটি দ্বীপে প্রমোদ ভবন তৈরির কাজে হাত দিয়েছিলেন। ভবনটির কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই তিনি এক ঝড়ের রাতে উঁচু চুড়ার হুইল চেয়ার থেকে নিচে পড়ে মারা যান। এই রহস্য ভাঙতে জোনসের উকিল নিয়োগ করা হয় পুলিশ ও গোয়েন্দা জ্যাক নর্মেরকে। তদন্তে নেমে জ্যাক খুঁজে পান অদ্ভুত সব তথ্য। প্রেম, সংঘাত, হিংসাসহ অনেক কারণ সামনে এসে দাঁড়ায়। ওয়াল্টার মারা যাওয়ার সময় দ্বীপে প্রায় ১০ ব্যক্তি উপস্িথত ছিলেন। এর মধ্যে রয়েছেন ওয়াল্টারের অসমবয়সী প্রেমিকা বায়না, কলি, ওয়াল্টারের নাতনি সোনিয়া জোনস ও তাঁর স্বামী মার্টিন, ওয়াল্টারের বড় নাতি মার্কো জোনস ও তাঁর স্ত্রী ক্রিসটিনা এবং ছোট নাতি বিলি জোনস ও তাঁর স্ত্রী ক্লারা। তাঁরা একেকজন একেক রকম স্বার্থ নিয়ে সে সময় দ্বীপে ছিলেন। বিভিন্ন তদন্ত ও প্রমাণসাপেক্ষে এ রহস্য ভেদ করতে হবে গেমারকে। শব্দশৈলী ও অ্যানিমেশন খুব সহজে গেমারকে আকৃষ্ট করবে। সব মিলিয়ে গেমারের বুদ্ধিমত্তার ওপর নির্ভর করবে খেলার ভবিষ্যৎ। গেমটি খেলার সময় অদ্ভুত এক ভালো লাগা পেয়ে বসবে গেমারকে।
যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৯৮/২০০০/মি/এক্সপি
প্রসেসর: ২৫৬ মেগাহার্টজ
ভিডিও কার্ড: ৪ মেগাবাইট ডাইরেক্ট এক্সসহ
সিডি-রম ড্রাইভ: ১২ এক্সর্যাম: ১২৮ মেগাবাইটডাইরেক্ট এক্স: ৮.১
হার্ডডিস্ক ড্রাইভ: ৩ গিগাবাইট খালি জায়গা
সৌজন্যে : দৈনিক প্রথম আলো



