তথ্যপ্রযুক্তি অঙ্গনে গত বছরে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। নিত্যনতুন প্রযুক্তির উদ্ভাবন এবং তার যথাযথ ব্যবহার প্রাত্যহিক জীবনে এনে দিয়েছে গতিশীলতা। গত বছর নিত্য ব্যবহার্যের লক্ষ্যে তৈরি করা হয়েছে অত্যাধুনিক স্বল্প আকার বিশিষ্ট্য গেজেটসমূহ। সেই সাথে বছর জুড়ে প্রাধান্য বিস্তার করেছিল উচ্চক্ষমতার ক্ষদ্রাকৃতির বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাদি। কম্পিউটার প্রযুক্তির মানউন্নয়নের মাধ্যমে উচ্চক্ষমতা সম্পন্ন কম্পিউটার মানুষের হাতের তালুতে স্থান করে নেয়। ল্যাপটপের মাধ্যমে সকল কাজ করার ক্ষমতা প্রদানের সুযোগ সহজলভ্য হওয়ায় ডেস্কটপ পিসি’র ব্যবহার অধিকমাত্রায় কমে যায়। একই সাথে টাচ্স্ক্রিন প্রযুক্তির বিস্তার বিভিন্ন প্রযুক্তি পণ্যে সহজলভ্য হওয়ায় কীবোর্ড মাউসের প্রয়োজনীয়তা বিলুপ্তির পথে। গত বছরে তথ্যপ্রযুক্তি অঙ্গনে সারাবছর জুড়ে আলোচিত থেকেছে জনপ্রিয় সার্চইঞ্জিন ইয়াহু। বিশ্বের শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক ইয়াহু ক্রয়ের আগ্রহের পরিপ্রেক্ষিতে ইয়াহু এবং মাইক্রোসফটের আলোচনার বিষয়টি শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি। যদিও বিশ্বের অন্যতম শীর্ষ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এক্ষেত্রে সারা বছরজুড়ে নিত্যনতুন প্রযুক্তির বাস্তবায়নের মাধ্যমে প্রযুক্তি অঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখে। গত বছর বিশ্বের অর্থনৈতিক দূরাবস্থার কারণে তথ্যপ্রযুক্তি শিল্পে বিরাজ করে মন্দাবস্থা। বিশেষ করে বিভিন্ন উন্নত দেশে তথ্যপ্রযুক্তি খাতে চাকরির বাজার তুলনামূলকভাবে সংকুচিত হয়েছে। উন্নত জিপিআরএস প্রযুক্তি ব্যবহারের সুযোগ গত বছরে ছিল উল্লেখযোগ্য অগ্রগতি। মানুষের হাতে থাকা গেজেটের মাধ্যমে যেকেউ তার অবস্থান নির্ণয়ের সুযোগ লাভ করেছে এর মাধ্যমে। একই সাথে গুগলের ম্যাপিং সার্ভিস বৃহত্তর পর্যায়ে ব্যবহারের সুযোগ লাভ করার মাধ্যমে প্রযুক্তির সুফল সাধারণ ব্যবহারকারী পর্যায়ে পূর্বের বছরের তুলনায় অধিক মাত্রায় বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ফলে গত বছরের প্রযুক্তি শিল্পের উন্নয়নের ধারাবাহিকতা এ বছরের প্রযুক্তি শিল্পে এনে দিবে নতুন গতিশীলতা।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক



