উন্নত প্রযুক্তির দেশ জাপানে প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগানোর লক্ষ্যে প্রতিনিয়ত গবেষণা পরিচালিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় জাপানের রোবট তৈরিতে রয়েছে ঈর্ষণীয় সাফল্য। সম্প্রতি জাপানের দু’টি কোম্পানি নিরাপত্তা প্রদানে সক্ষম রোবট তৈরি করেছে যার নাম দেয়া হয়েছে ‘রোবোকপ’। প্রটোটাইপ টি৩৪ এই সিকিউরিটি রোবটটি সম্প্রতি টোকিও’তে প্রদর্শন করা হয়। এই রোবটটির বৈশিষ্ট্য হচ্ছে এটি সন্দেহভাজন ব্যক্তিকে অনৈতিক কাজে বিরত রাখতে নেট ছুড়ে দিতে সক্ষম এবং এটি ১০ কিলোমিটার গতি বেগে চলতে পারে। সেই সাথে এই সিকিউরিটি রোবটটিকে একজন ব্যক্তি অতিসহজে তার মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। ফলে ঘরে এবং অফিসে নিরাপত্তা প্রদানের জন্য এই রোবটটি খুবই কার্যকর। কেননা, এই রোবটটি তার কার্যক্রমের সকল ছবি ধারণ করতে পারে এবং রোবটটিকে যে ব্যক্তি পরিচালনা করছে তার নিকট ছবি প্রদান করে থাকে। যার মাধ্যমে একজন ব্যক্তি অনলাইনে তার মোবাইলের মাধ্যমে রোবটটির ছবিসমূহ পর্যালোচনার মাধ্যমে ঘরের অথবা অফিসের নিরাপত্তা বিঘ্নিতকারী ব্যক্তিকে প্রতিরোধ করতে সক্ষম হবে। রোবটটির ওজন মাত্র ১২ কেজি এবং এটি সেন্সর প্রযুক্তিসম্পন্ন। ফলে যেকোন ধরনের আওয়াজে এটি নিজেকে ইমেজ ধারণের লক্ষ্যে প্রস্তুত করতে পারে। ইমেজ ধারণের পাশাপাশি এই রোবটটি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণের পাশাপাশি দূরনিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে অনাকাংখিত ব্যক্তিকে প্রতিরোধ করতে সক্ষম। জাপানের তমসুক এবং নিরাপত্তা প্রতিষ্ঠান এলাকম এই রোবটটি যৌথভাবে তৈরি করেছে এবং আশা করা হচ্ছে, অচিরেই এই নিরাপত্তা প্রদানে সক্ষম রোবটটি সকলের নিকট গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক



