বাংলাদেশের শিশু সাংবাদিকদের সংবাদ সংস্খা ‘শিশু প্রকাশ’-এর সংবাদ এবার ওয়েবসাইটে প্রকাশ করছে। www.childrenvoice.com নামের এই ওয়েবসাইটে পওয়া যাবে শিশুদের জন্য দেশী-বিদেশী সাম্প্রতিক সংবাদ, খেলাধুলা, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, আড্ডা, গল্প, কবিতা, ছড়াসহ মজার মজার সব খবর ও আয়োজন।