যুদ্ধক্ষেত্রে কিংবা গুপ্ত হত্যাকান্ডে এক অব্যর্থ মারণাস্ত্র হল স্নাইপিং রাইফেল। অনেক দূর থেকে প্রায় শব্দহীনভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম এই রাইফেল। গুপ্ত হত্যাকারীরা এই রাইফেল ব্যবহার করে সহজেই দুষ্কর্মটি সাড়তে পারে আর সেই সাথে সরেও পড়তে পারে সবার অলক্ষ্যে। ন্যাটো এজন্য তৈরি করেছে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে স্নাইপার ডিটেকশন সিস্টেম। চারিদিকে একসারি মাইক্রোফোনের মাধ্যমে যেকোন অডিও ডাটা গ্রহণ করে অডিও সার্ভারের মাধ্যমে প্রসেস ও এনালাইসিস করে অল্প সময়ের মধ্যেই নির্ণয় করা সক্ষম হবে কোনদিক থেকে স্নাইপার রাইফেলটি ব্যবহার করা হল ও সেটি লক্ষ্যস্থল থেকে কত দূরে অবস্থিত। অত্যন্ত কোলাহল বা শব্দমুক্ত পরিবেশেও এ যন্ত্রটি বেশ ভাল কাজ করে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক