প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে জাপান নিজেকে পরিণত করেছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হিসেবে। সম্প্রতি জাপানে প্রযুক্তির সহায়তায় কৃষি কাজে নিয়োজিত ব্যক্তিদের সহায়তার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ‘রোবট স্যুট’। ২৫ কেজি ওজন বিশিষ্ট কৃষি কাজে সহায়তা করতে সক্ষম এই ‘রোবট স্যুট’টি জাপানের বয়োবৃদ্ধ কৃষকদের ব্যাপকভাবে সহায়তা করতে সক্ষম বলে জানিয়েছে ‘রোবট স্যুট’ গবেষণায় নিযুক্ত টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এন্ড টেকনোলজি’র অধ্যাপক শিগেকি টোয়োকা। বিশেষায়িত এই ‘রোবট স্যুট’ পরিধানের মাধ্যমে কৃষকেরা বর্তমানের তুলনায় কম পরিশ্রমের মাধ্যমে অধিক সময় ধরে কমলা বাগানে কাজ করতে সক্ষম হবে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক