যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)’তে বিশ্বের শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানসমূহ বিগত দিনে প্রদেয় প্রতিশ্রুতি অনুযায়ী পরিবেশবান্ধব প্রযুক্তি পণ্যের ব্যাপক সমাহার ঘটিয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই কনজিউমার ইলেকট্রনিক্স শো’তে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রায় ৫০টি গেজেট প্রদর্শন করেছে ১৫টি প্রতিষ্ঠান। উল্লেখ্য, ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বিহীন, স্বল্প বিদ্যুৎ ক্ষমতায় চলতে সক্ষম এবং পুনঃব্যবহার্য সক্ষমতা সমৃদ্ধ গেজেটসমূহকে মূলত পরিবেশবান্ধব গেজেট হিসেবে মূল্যায়িত করা হয়ে থাকে। পরিবেশ রক্ষায় এই সকল গুণাবলী সমৃদ্ধ গেজেটসমূহ প্রতিবন্ধকতা তৈরি করে না বিধায় বিশ্বের পরিবেশ রক্ষার আন্দোলনে জড়িত ব্যক্তিরা এই সকল পরিবেশবান্ধব গেজেট সমূহের সংখ্যা বৃদ্ধির সংখ্যাকে সাধুবাদ জানিয়েছে। কনজিউমার ইলেকট্রনিক্স শো’তে প্রদর্শিত পরিবেশ বান্ধব গেজেটের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে লেনোভার ২৪ ইঞ্চি বিশিষ্ট ওয়াইডস্ক্রীন মনিটর। একই সাথে এলজি ইলেকট্রনিক্স প্রদর্শন করেছে স্বল্প বিদ্যুৎ ব্যবহারে সক্ষম এনার্জি সেভিং মনিটর। সর্বাধুনিক প্রযুক্তি পণ্যের বিশাল এই প্রদর্শনীতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় সকল প্রতিষ্ঠানসমূহই চেষ্টা করেছে পরিবেশবান্ধব গেজেট সমূহ প্রদর্শনের এবং এবারের প্রদর্শনীতে এই সকল পরিবেশবান্ধব গেজেটসমূহের প্রতি প্রদর্শনীতে আগত ব্যক্তিদের আগ্রহ বেশি পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছে কনজিউমার ইলেকট্রনিক্স শো’র আয়োজক কনজিউমার ইলেকট্রনিক্স এসোসিয়েশনের মুখপাত্র জেসন অক্সমান। আশা করা হচ্ছে, আগামীতে পরিবেশবান্ধব ইলেকট্রনিক্স গেজেটসমূহই সারাবিশ্ব জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হবে।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক



