আমাদের প্রাত্যহিক ব্যবহার্য প্রায় সকল ইলেকট্রনিক্স পণ্যাদি ব্যবহার করতে আমরা সকলেই বিদ্যুৎশক্তি ব্যবহারে সক্ষম চার্জারের উপর নির্ভরশীল। কিন্তু যুক্তরাষ্ট্রের কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’তে পাওয়ার ম্যাট নামক একটি প্রতিষ্ঠান প্রদর্শন করেছে চুম্বকীয় শক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প ক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক পণ্যের ম্যাগনেটিক চার্জার। ম্যাগনেটিক চার্জার প্রদর্শন করা হলেও এর আরও উন্নয়নের জন্য সময় প্রয়োজন বলে দাবী করেছে পাওয়ার ম্যাটের প্রেসিডেন্ট রন ফার্বার। উল্লেখ্য, এ বছরের শেষ নাগাদ এই ম্যাগনেটিক চার্জার বিক্রি করা হবে। আশা করা যাচ্ছে, পোর্টেবল ডিভাইসমূহের ক্ষেত্রে এই ম্যাগনেটিক চার্জার জনপ্রিয়তা অর্জন করবে।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক