মাত্র ৭ এমএম পূরত্ব বিশিষ্ট টিভি তৈরি করেছে বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফ্ল্যাট প্যানেলের এই ৭ এমএম পূরুত্ব বিশিষ্ট টিভিটিকে বিশ্বের সবচাইতে পাতলা গড়নের টিভি হিসেবে বিবেচনা করা হচ্ছে। লাইট ইমেটিং ডায়োড (এলইডি) ব্যাকলাইট সমৃদ্ধ এই সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত স্বল্প পূরুত্বের টিভিটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা না হলেও এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-এ প্রদর্শন করা হবে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। উল্লেখ্য, সিইএস শো’তে ক্ষুদ্রাকৃতির পণ্য সমূহের প্রদর্শন হবে বলে আশা করা হয়েছিল ইতোপূর্বে। স্যামসাং প্রতিনিয়ত নিত্যনতুন প্রযুক্তির উদ্ভাবন এবং ব্যবহারকারী পর্যায়ে সহজলভ্য করার বিষয়ে অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সমূহের সাথে প্রতিযোগিতার মাধ্যমে সর্বাধুনিক পণ্যসমূহ সহজলভ্য করেছে। বিশ্বের সবচাইতে স্বল্প গড়নের এই টিভিতে স্যামসাং সর্বাধুনিক এলইডি প্রযুক্তির ব্যবহার করেছে যার মাধ্যমে অচিরেই বিশ্বজুড়ে স্যামসাং-এর এই টিভি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, গত বছর আইএফএ ইলেকট্রনিক্স শো’তে ফিলিপস ৮ এমএম পূরুত্ব বিশিষ্ট এলসিডি টিভি প্রদর্শন করে। একই বছরে অপর শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি’ও ঘোষণা প্রদান করে ৯.৯ এমএম বিশিষ্ট এলসিডি টিভি তৈরির। তবে স্যামসাং কর্তৃক তৈরিকৃত ৭ এমএম পূরত্ব বিশিষ্ট টিভিতে অর্গানিক লাইট ইমিটিং ডায়োড (ওলেড) প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় ধারণা করা হচ্ছে নতুন স্ক্রীন টেকনোলজি সম্বলিত সবচেয়ে পাতলা গড়নের স্যামসাং টিভি ব্যবসা সফল পণ্য হিসেবে নিজেকে পরিণত করতে সক্ষম হবে।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক