প্রাত্যহিক জীবনধারাতে ইন্টারনেটকে বর্তমানের তুলনায় অধিকতর সহজলভ্য করতে বিশ্বের বৃহৎ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানসমূহ প্রতিনিয়ত গবেষণা কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমানে আধুনিক জীবনে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি ওয়াইম্যাক্স প্রযুক্তির বিস্তারের কারণে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘ফোর্ড’ তাদের তৈরিকৃত গাড়িতে ইন্টারনেট ভিত্তিক ড্যাশবোর্ড প্রযুক্তির ব্যবহার করেছে। ফোর্ড কর্তৃক প্রস্তুতকৃত ই-সিরিজ ভ্যান এবং পিকআপে এই ড্যাশবোর্ড কম্পিউটিং সিস্টেম স্থাপন করার মাধ্যমে গাড়ির আরোহী গাড়ির ড্যাশবোর্ডে স্থাপনকৃত প্যানেলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবে। গাড়িতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্বলিত এই সকল গাড়ি আগামী মার্চ মাসে বাজারে আসবে বলে আশাপ্রকাশ করছে ফোর্ড কর্তৃপক্ষ। নিত্য ব্যবহার্য গাড়িতে ইন্টারনেট সংযুক্ত ড্যাশবোর্ড সংযুক্ত থাকার কারণে গাড়ি চালক এবং আরোহী তাদের প্রয়োজনানুযায়ী তথ্যসমূহ ইন্টারনেট হতে পেতে সক্ষম হবে। উল্লেখ্য, ইতোপূর্বে গাড়িতে পেডেসট্রিয়ান ডিটেকশন সম্বলিত সফটওয়্যার উদ্ভাবন করেছে অন্য একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যার মাধ্যমে গাড়ি চালককে তার চলার পথে অন্যকেউ আসলে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করে দেওয়া সম্ভব। এছাড়াও এটিএন্ডটি অচিরেই গাড়িতে বিনোদন অর্জনের লক্ষ্যে তাদের কার এন্টারটেইনমেন্ট সার্ভিস বাজারে নিয়ে আসছে যার মাধ্যমে ২২টি স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা সম্ভব হবে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক