১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এবং জনপ্রিয়তার দিক হতে বিশ্বের দ্বিতীয় সার্চ ইঞ্জিন ইয়াহু গত বছরে ব্যবসায়িক প্রতিকূলতার সম্মুখীন হবার পরিপ্রেক্ষিতে বেশ কিছুদিন হতেই ইয়াহু’র শীর্ষে পদে পরিবর্তনের কথা শোনা যাচ্ছিল। ইয়াহু’র যুগ্ম প্রতিষ্ঠাতা জেরি ইয়াং-এর বিগত সময়ে গৃহিত বেশিকিছু সিদ্ধান্তের কারণে ইয়াহু’র শেয়ারের মূল্য প্রায় ১২ ডলার কমে যায় এবং পরবর্তীতে প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডাররা জেরি ইয়াং-এর কার্যক্রমের বিরুদ্ধে তাদের নীতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে। এরই ধারাবাহিকতায় ইয়াহু’র ব্যবসায়িক সমৃদ্ধি আনয়নের লক্ষ্যে ক্যারোল বার্টজ নামে ৬০ বছর বয়সী একজন মহিলাকে ইয়াহু’র নতুন সিইও হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালী ভিত্তিক সফটওয়্যার ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ এই ক্যারোল বার্টজ এর রয়েছে তথ্যপ্রযুক্তি শিল্পে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা। ইতোপূর্বে তিনি বিশ্বখ্যাত অটোডেস্কে ১৪ বছর নেতৃত্ব প্রদান করেন।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক