তথ্যপ্রযুক্তি শিল্পে এখন আর পিছিয়ে নেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। এবার টেਆা দিতে চলেছে কর্ণাটকের বেঙ্গালুরু বা অন্ধ্র প্রদেশের হায়দরাবাদকে। জোর কদমে চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে তথ্যপ্রযুক্তি পার্ক গড়ার লড়াই। ইতিমধ্যে কলকাতার উপকন্ঠ রাজারহাটে তৈরি করা হয়েছে তথ্যপ্রযুক্তির বিশেষ শিল্পাঞ্চল। এবার রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে কলকাতার উপকন্ঠ বানতলায় আরেকটি তথ্যপ্রযুক্তির বিশেষ শিল্পাঞ্চল গড়ার। এ জন্য জমিও বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই জমির ছয় একর জায়গা জুড়ে ‘ধনসেরি শিল্প গোষ্ঠী’ গড়ে তুলছে একটি তথ্যপ্রযুক্তি শিল্পাঞ্চল। সম্প্রতি এই তথ্যপ্রযুক্তি শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ধনসেরির কর্ণধার সি কে ধানুকা কলকাতায় জানিয়েছেন, ২০১১ সালের মধ্যে এই শিল্পাঞ্চলের নির্মাণকাজ শেষ হবে। সাত হাজার মানুষের কর্মসংস্থান হবে এখানে। এটি নির্মাণে প্রথম পর্যায়ে খরচ হবে ১৩০ কোটি রুপি।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো