স্বয়ংক্রিয় দরজা বা অটোমেটিক ডোর সিস্টেমের সাথে আমরা অনেকেই পরিচিত। ঢাকার অভিজাত শপিং মলগুলোতেও অটোমেটিক ডোর রয়েছে যা ক্রেতা দরজার সামনে দাঁড়ানো মাত্র নিজে নিজে খুলে যায়। জাপানে অভিনব একটি হাইটেক অটোমেটিক ডোর বের হয়েছে যার নাম ‘তানাকা’। এটি সেন্সরের মাধ্যমে দরজার সামনে যে দাঁড়িয়ে আছে তার উচ্চতা ও প্রস্থ মেপে একটি ইমজ তৈরি করবে। তারপর দরজার মাঝ বরাবর সে মাপের একটি আসা যাওয়ার রাস্তা করে দেবে। সম্পূর্ণ দরজাটি সরু অনেকগুলো লম্বা কাঁচের খন্ড দিয়ে তৈরি। এর ফলে প্রস্থ বরাবর কাঁচের টুকরোগুলো ফাঁক হয়ে ব্যক্তির অনুরূপ একটি পথ সৃষ্টি করবে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক