ইলেকট্রনিক্স কম্পিউটার এমআইটি টিএক্স-জিরো:
১৯৫৬ সালে এমআইটি’র গবেষকরা বিশ্বের প্রথম সাধারণ কাজে ব্যবহারযোগ্য ও প্রোগ্রামকরারযোগ্য সম্পূর্ণ ট্রানজিস্টর ভিত্তিক ইলেকট্রনিক্স কম্পিউটার তৈরি করেন। এই কম্পিউটারটির নামকরণ করা হয় টিএক্স-জিরো। তবে সেসময় ট্রানজিস্টরগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যেত এবং অকার্যকর হয়ে পড়ত। তাই ট্রানজিস্টরগুলো নষ্ট হয়ে গেলে দ্রুত প্রতিস্থাপন করার ব্যবস্থা ছিল। এই কম্পিউটারে বেশ কিছু প্রোগ্রাম লোড করা হয়েছিল যার মধ্যে উল্লেখযোগ্য হল পশ্চিমা চলচ্চিত্র ও টিভি শো, থ্রি-ডি টিক-ট্যাক-টু গেমস এবং মাউসের মতো একটি ইমেজ যার মাধ্যমে সহজে বিভিন্ন প্রোগ্রাম নিয়ন্ত্রণ করা যেত।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক