বিশ্বজুড়ে ইন্টারনেটের মাধ্যমে কথা বলার জন্য স্কাইপে সফটওয়্যারটি অনেকেই ব্যবহার করে থাকে। ব্যবহারকারীদের অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’তে স্কাইপে প্রদান করছে জনপ্রিয় স্কাইপের মোবাইল ফোনের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বিনামূল্যে মোবাইল ফোনে কথা বলার সুযোগ। ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে মোবাইলে কথা বলার উদ্দেশ্যে ডেভেলপকৃত স্কাইপের এই ‘লাইট’ নতুন সফটওয়্যার জাভা সাপোর্ট করে এমন ১০০টিরও বেশি মডেলের মোবাইলে কার্যক্ষম, একই সাথে গুগলের ওপেনসোর্স এনড্রয়েড প্লাটফর্মেও এই সফটওয়্যারটি কাজ করতে সক্ষম। উল্লেখ্য, বিনামূল্যে মোবাইলে কথা বলার সুবিধা প্রযোজ্য হবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যান্ড, ব্রাজিল, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, এস্তোনিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক