বিশ্বের শীর্ষস্থানীয় সার্চ ইঞ্জিন গুগলের স্ট্রিট ভিউ সারা বিশ্বজুড়েই অগণিত ব্যবহারকারীদের নিকট তুমুল জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি প্রাত্যহিক জীবনে এর উপযোগীতা বৃদ্ধি করে চলেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এলিজডি নামের ৯ বছরের শিশু অপহৃত হবার পরিপ্রেক্ষিতে সেই দেশের আইন-শৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার কার্যক্রমে গুগলের স্ট্রিটভিউ ব্যবহারের মাধ্যমে সফলতা অর্জন করেছে। এলিজডি’কে অপহরণ করার পরবর্তী পর্যায়ে পরিচালিত উদ্ধার কার্যক্রমে এলিজডি’র মোবাইল ফোনের জিপিএস সিগন্যাল ট্র্যাক করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী তার অবস্থান চিহ্নিত করতে সক্ষম হলেও সুনির্দিষ্ট স্থানটি চিহ্নিত করা সম্ভব হয়নি। ফলে শিশুটিকে উদ্ধার কাজে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে গুগলের জনপ্রিয় স্ট্রিটভিউ সার্ভিস। শিশুটির সম্ভাব্য অবস্থানের স্থানে গুগলের স্ট্রিটভিউ সার্ভিস ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করতে থাকে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গুগলের স্ট্রিট ভিউ সার্ভিসের মাধ্যমে শিশুটিকে ক্ষণিকের জন্য দেখতে পায় তারা এবং অভিযান পরিচালনার মাধ্যমে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার অভিযানে সফলতা আনয়নের পর সে দেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা টিমোথি এন্ডারসন বলেন, ‘তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধাদি শুধু যে মানুষের প্রাত্যহিক জীবনে গতিশীলতা নিয়ে আসছে তা নয়, এর মাধ্যমে বিপদ থেকে পরিত্রাণ সম্ভব।’ গুগলের স্ট্রিট ভিউ সার্ভিসের জনপ্রিয়তা এই ঘটনার পরবর্তী পর্যায়ে আরও বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক