যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা’র শপথ গ্রহণ অনুষ্ঠান অনলাইনে রেকর্ড পরিমাণ ব্যক্তি সরাসরি দেখেছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি দেখার প্রতি যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ব্যক্তিদের আগ্রহের পরিপ্রেক্ষিতে রেকর্ড সংখ্যাক মানুষ শপথ গ্রহণ অনুষ্ঠান অনলাইনে দেখেছে। শপথ গ্রহণের এই অনুষ্ঠান সরাসরি অনলাইনে দেখার সুযোগ করে দেওয়া অকামাই টেকনোলজিস জানিয়েছে, শপথ গ্রহণ চলাকালীন সময়ে তাদের মাধ্যমে ৭.৭ মিলিয়ন ব্যক্তি একই সময়ে ওবামা’র শপথ গ্রহণ দৃশ্য দেখতে সক্ষম হয়েছে। সাধারণ সময়ে ২.৫ মিলিয়ন ব্যক্তি অনলাইনে একই সময়ে প্রবেশ করলেও ওবামা’র শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে এই রেকর্ড সংখ্যক ব্যক্তি একই সময়ে অনলাইনে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠান উপভোগ করে। অনলাইনে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার সুযোগ করে দেওয়া অপর প্রতিষ্ঠান লাইম লাইট নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ২.৫ মিলিয়ন ব্যক্তি শপথের এই অনুষ্ঠান দেখতে সক্ষম হয়। বিপুল সংখ্যক মানুষের ইন্টারনেটের মাধ্যমে ওবামা’র শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার আগ্রহের কারণে যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ট্রাফিকে সমস্যা তৈরি হয়। অনেক প্রতিষ্ঠান ইন্টারনেট গতি আশংকাজনকভাবে কমে যাবার পরিপ্রেক্ষিতে তাদের দর্শকদের ওয়েট লিস্টে রাখে। তারপরও ঘরে বসেই ইন্টারনেটের উচ্চগতি এবং প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি অনলাইনে দেখেছে রেকর্ড সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক