বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন ভিত্তিক এনসাইক্লোপিডিয়া হিসেবে পরিচিত উইকিপিডিয়া তাদের প্রত্যাশানুযায়ী ফান্ড তৈরি করতে সক্ষম হয়েছে নির্ধারিত সময়ের পূর্বেই। অনলাইন ভিত্তিক জনপ্রিয় এই অলাভজনক প্রতিষ্ঠানটি মূলত তথ্যের মহাসাগর হিসেবে পরিচিত। উইকিপিডিয়া বিশ্বজুড়ে তাদের অগণিত জ্ঞানপিপাসু ব্যক্তিদের অত্যাধুনিক পদ্ধতিতে বিশদভাবে তথ্য প্রদানের উদ্দেশ্যে নিজেদের সংগ্রহশালা বৃদ্ধি এবং সফটওয়্যার উন্নয়নের লক্ষ্যে তাদের ফান্ড বৃদ্ধির ঘোষণা প্রদান করে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ব্যক্তির ডোনেশন গ্রহণের মাধ্যমে নির্ধারিত সময়ের পূর্বেই প্রত্যাশার বেশি অর্থাৎ ৬.২ মিলিয়ন ইউএস ডলারের ফান্ড তৈরি করতে সক্ষম হয়েছে।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক