১৯৫৮ সালে জ্যাক কিলবি উদ্ভাবন করেন সমন্বিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ আইসি

১৯৫৮ সাল কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ইতিহাসে বিশেষ একটি সাল। টেক্সাস ইন্সট্রুমেন্টে কর্মরত প্রকৌশলী জ্যাক কিলবি উদ্ভাবন করেন সমন্বিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট। রেজিস্টার ও ক্যাপাসিটরের কাজ একসাথে করতে সক্ষম এই আইসি। পরবর্তীতে সিলিকন চিপ তৈরি করা হয় ইন্টিগ্রেটেড সার্কিটকে ভিত্তি করে। বিশালাকার এনালগ কম্পিউটার থেকে অল্প আয়তনের ডেস্কটপ কম্পিউটার কিংবা হাতে বহনযোগ্য ল্যাপটপ, নোটবুক সকল কম্পিউটার প্রযুক্তির উত্তরনের পেছনে রয়েছে এই আইসি’র অবদান।



সৌজন্যে : দৈনিক ইত্তেফাক