চার্জার দিয়েই বিভিন্ন মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করা যাবে। আগামী ২০১২ সালের মধ্যেই এ ধরনের সুবিধাসহ মোবাইল ফোনসেট বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। স্পেনের বার্সেলোনায় জিএসএম অ্যাসোসিয়েশন আয়োজিত মোবাইল ফোন প্রযুক্তির সবচেয়ে বড় মেলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০০৯-এ বিশ্বের প্রধান প্রধান মোবাইল ফোনসেট নির্মাতা প্রতিষ্ঠান একই চার্জারে সব ফোনসেটে চার্জ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানগুলো গত মঙ্গলবার একটি চুক্তিও করেছে।জিএসএম অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোবাইল ফোনসেটগুলোতেও মাইক্রো ইউএসবি সংযোগের ব্যবস্থা থাকবে। ডিজিটাল ক্যামেরা থেকে কম্পিউটারে ছবি স্থানান্তর করার জন্য ইতিমধ্যে এই মাইক্রো ইউএসবির ব্যবহার শুরু হয়েছে। এর ফলে নকিয়া, এলজি, মটোরোলা, স্যামসাং ও সনি এরিকসনের ফোনসেটগুলো একই চার্জার দিয়ে চার্জ করা যাবে। এটি অ্যান্ড টি, অরেঞ্জ, টেলিফোনিকা, টি-মোবাইল ও ভোডাফোন এই উদ্যোগে শামিল হয়েছে।৪০ ডলারে সৌরশক্তিচালিত মোবাইল ফোনসেট: চীনা মোবাইল ফোনসেট নির্মাতা জেডটিই গতকাল বুধবার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথম স্বল্পমূল্যের সৌরশক্তিচালিত মোবাইল ফোনসেট বাজারজাত করেছে। এর দাম মাত্র ৪০ ডলার। জেডটিই জানায়, দরিদ্র জনগোষ্ঠীকে লক্ষ্য করেই এ মোবাইল ফোনসেট তৈরি করা হয়েছে। আগামী জুন মাসে এটি বাজারে ছাড়া হবে।জেডটিইর মহাব্যবস্থাপক ওয়াং ওং ঝোং জানান, ‘আমরা হিসাব করে দেখেছি বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ বিদ্যুৎ পায় না বা কম পায়। তারা যাতে মোবাইল ফোনে কথা বলতে পারে, এ জন্য সৌরশক্তিচালিত মোবাইল ফোনসেট তৈরি করেছি। তারা যাতে কিনতে পারে, এ জন্য এই সেটের দামও কম রেখেছি।’কোরাল-২০০-সোলার নামে এই হ্যান্ডসেটে ডাচ্ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো